সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহের স্বীকৃতি ছাড়াই, লিভ ইন সম্পর্কে থাকলেও গার্হস্থ্য হিংসার (Domestic Violence) মামলা করতে পারেন একজন মহিলা। জানাল কেরল হাই কোর্ট (Kerala High Court)। লিভ ইন (Live-In) সঙ্গী গার্হস্থ্য হিংসার মামলা করায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক যুবক। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালত জানাল, গার্হস্থ্য হিংসা আইনে মামলা করার জন্য বিয়ে হওয়া আবশ্যক নয়।
বেশ কিছু দিন লিভ ইন সম্পর্কে থাকার পর সঙ্গীর বিরুদ্ধে পারিবারিক আদালতে গার্হস্থ্য হিংসার মামলা করেছিলেন এক তরুণী। পারিবারিক আদালতে মামলার শুনানির পরে হাই কোর্টের দ্বারস্থ হন যুবক। তাঁর যুক্তি ছিল, তিনি যেহেতু লিভ ইন সম্পর্কে আছেন, ফলে তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা হতে পারে না। যদিও আদালত যুবকের আবেদন খারিজ করে দিয়েছে।
[আরও পড়ুন: দুর্নীতি, পরিবারতন্ত্র, বিকাশ…, লালকেল্লার ভাষণে কোন শব্দ সবচেয়ে বেশিবার বললেন মোদি?]
বিচারপতির পর্যবেক্ষণ, কোনও মহিলা একজন পুরুষের সঙ্গে ঘরোয়া সম্পর্কে থাকলেই গার্হস্থ্য হিংসার মামলা করতে পারেন। এই সম্পর্ক বিবাহের দ্বারা স্থাপিত হতে পারে। কিংবা জন্মসূত্রের আত্মীয়তা কিংবা পারিবারিক যোগাযোগের মাধ্যমেও তৈরি হতে পারে। একই কারণে লিভ ইন সম্পর্কে থাকা তরুণীর গার্হস্থ্য হিংসার মামলা গ্রাহ্য।