shono
Advertisement

যত সুন্দরী তত দর, রিচার্জের দোকানেই বিকোচ্ছে মহিলাদের ফোন নম্বর

দেখতে চলনসই৷ তাহলে ফোন নম্বরের দাম ৫০ টাকা৷ যদি হয় অসাধারণ সুন্দরী৷ তবে চড়চড়িয়ে দর বাড়ে৷ The post যত সুন্দরী তত দর, রিচার্জের দোকানেই বিকোচ্ছে মহিলাদের ফোন নম্বর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:27 PM Feb 03, 2017Updated: 08:57 AM Feb 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে চলনসই৷ তাহলে ফোন নম্বরের দাম ৫০ টাকা৷ যদি হয় অসাধারণ সুন্দরী৷ তবে চড়চড়িয়ে দর বাড়ে৷ এমনকী দাম ওঠে ৫০০ টাকা পর্যন্ত৷ এভাবেই সৌন্দর্যের উপর দর হাঁকিয়ে রিচার্জের দোকান থেকেই বিকোল মহিলাদের ফোন নম্বর৷

Advertisement

ঘটনা উত্তরপ্রদেশের৷ ফোনের মাধ্যমে হেনস্তার ঘটনা রুখতে পুলিশ হেল্পলাইন চালু করেছিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ সে রেকর্ড ঘাঁটতে গিয়েই তাজ্জব হয়ে যান পুলিশ অফিসাররা৷ দেখা যায়, গত চার বছরে যে ছয় লক্ষ অভিযোগ জমা পড়েছে তার নব্বই শতাংশই মহিলাদের৷ কেউ কেউ অভিযোগ করেছেন যে, তাঁদের অজানা নম্বর থেকে ফোন করে নানারকম কুপ্রস্তাব দেওয়া হয়েছে৷ কেউবা জানিয়েছেন, তাঁকে অশ্লীল ছবি পাঠানো হয়েছে৷ তদন্তে নেমে পুলিশ ফোন নম্বর বিক্রির ব়্যাকেটের সন্ধান পায়৷ দেখা যায়, রিচার্জের দোকান থেকেই দেদার বিকিয়েছে মহিলাদের ফোন নম্বর৷ যে যত সুন্দরী, তাঁর ফোন নম্বর বিকিয়েছে তত চড়া দামে৷

কেন মেয়ের বিয়েতে পণ দিতে হয়, শেখাচ্ছে পাঠ্যবই

অনেক সময়ই এই রিচার্জের দোকানের মালিকরা নানারকম সাহায্য করে থাকেন মহিলাদের৷ কখনও উপযুক্ত প্রমাণ ছাড়াই সিমকার্ড পাইয়ে দেওয়া হয়৷ এভাবেই মহিলাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করে নেয় তারা৷ ফলে মহিলারাও দ্বিধাহীন হযে রিচার্জের খাতায় ফোন নম্বর লিখে দেন৷ সেখান থেকেই গোটা চক্রের শুরু৷ আলাদা করে সেই ফোন নম্বর সরিয়ে রাখেন দোকানিরা৷ তারপর পুরুষমহলে তা বিক্রি করা হয়৷ দোকানিরাই জানিয়ে দেন, কোন মহিলা সুন্দরী, আর কে নন৷ বেশ কয়েকজন রিচার্জ দোকানি এ কথা স্বীকারও করেছে৷ তবে এটা যে কোনও অপরাধ এমনটা তাদের ভাবনায় নেই৷ বরং তারা বলছে, নিছক মজা করতেই এ কাজ করা হয়৷ এ ঘটনার জন্য এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷ তা আদৌ অপরাধমূলক কিনা তা নিয়েও ধন্দ আছে৷ তবে বেআইনিভাবে সিম কার্ড দেওয়ার জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ৷

অনলাইনে ৩৭০০ কোটি টাকার জালিয়াতি করে পুলিশের জালে ৩

The post যত সুন্দরী তত দর, রিচার্জের দোকানেই বিকোচ্ছে মহিলাদের ফোন নম্বর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement