shono
Advertisement

Breaking News

আর দুয়ারে সরকারের অপেক্ষা নয়, সারা বছরই আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য

কোথায় কীভাবে আবেদন করবেন?
Posted: 05:56 PM Nov 11, 2023Updated: 05:56 PM Nov 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরে নয়। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে সারা বছরই। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। এর ফলে রাজ্যের আরও বহু সংখ্যক মহিলা উপকৃত হতে চলেছেন।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২০২১ নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন। সেইমতো ২০২১ সালের নভেম্বর মাসে রাজ্যে এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পে তফসিলি জাতি-উপজাতির মহিলাদের মাসিক ১০০০ টাকা ও অন্যান্য মহিলাদের জন্য ৫০০ টাকা করে দেওয়া হয়। শুরুতে এই ভাতা পেতেন ২৫-৬০ বছর বয়সিরা। ৬০ বছর পেরিয়ে গেলে তাঁরা পেতেন বার্ধক্য ভাতা। গত রাজ্য বাজেটে ঘোষণা করা হয়, এবার ষাটোর্ধ্ব মহিলারা বার্ধক্য ভাতা-সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১ হাজার টাকা করে পাবেন।

[আরও পড়ুন: প্রাপ্য মেটাচ্ছে না কেন্দ্র, অভিষেকের পথেই দিল্লি অভিযানে বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী]

এতদিন এই প্রকল্পে আবেদন করা যত রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ শিবিরে। দুয়ারে সরকার শিবির চলাকালীন কোনও মহিলার বয়স ২৫ বছর পূর্ণ হলে তিনি আবেদন করতে পারতেন। কোনওভাবে দুয়ারে সরকার শিবিরে আবেদন করতে না পারলে আবার পরের দুয়ারে সরকারের জন্য অপেক্ষা করতে হত। সেই অপেক্ষা আর করতে হবে না। এ বার থেকে বয়স ২৫ পূর্ণ হলেই সারা বছর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। গ্রামাঞ্চলের মহিলারা বিডিও অফিসে, শহরাঞ্চলের মহিলারা এসডিও অফিসে এবং কলকাতা পুরসভা এলাকায় পুরসভা ভবনে গিয়ে আবেদন করা যাবে। আবেদনপত্রে কোনও ত্রুটি না থাকলে, তখন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে নাম নথিভুক্ত হয়ে যাবে।

[আরও পড়ুন: ফের পুলওয়ামা? কাশ্মীরে ফাঁস ৮৫ কোটির ‘টেরর ফান্ডিং’ ষড়যন্ত্র]

উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই ১,৯৮,৩৭,০৩৩ জন জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। কলকাতা পুরসভা এলাকার মধ্যেই প্রায় ৫ লক্ষ ৫৭ হাজার ২৩৫ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আছেন। আবেদন করার প্রক্রিয়ার সরলীকরণ হলে এই সংখ্যাটা আরও বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement