shono
Advertisement

‘Nation wants to know’ এ কথা কার? প্রশ্নে আইনি গেরোয় অর্ণব

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নেশন ওয়ান্টস টু নো’- এ শব্দবন্ধ কার? প্রায় প্রত্যেকেই বলবেন এ কথা তো প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামীর৷ তাঁর দৌলতেই এই ‘ফ্রেজ’ পেয়েছে তুমুল জনপ্রিয়তা৷ কিন্তু কথা কার, অর্ণবের নাকি চ্যানেলের? এ প্রশ্নেরই জল গড়াতে চলেছে আদালত পর্যন্ত৷ কেননা এই কথা ব্যবহারের জন্যই আইনি গেরোয় পড়েছেন অর্ণব৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অর্ণবের […]
Posted: 02:01 PM Apr 18, 2017Updated: 01:32 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নেশন ওয়ান্টস টু নো’- এ শব্দবন্ধ কার? প্রায় প্রত্যেকেই বলবেন এ কথা তো প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামীর৷ তাঁর দৌলতেই এই ‘ফ্রেজ’ পেয়েছে তুমুল জনপ্রিয়তা৷ কিন্তু কথা কার, অর্ণবের নাকি চ্যানেলের? এ প্রশ্নেরই জল গড়াতে চলেছে আদালত পর্যন্ত৷ কেননা এই কথা ব্যবহারের জন্যই আইনি গেরোয় পড়েছেন অর্ণব৷

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অর্ণবের প্রাক্তন চ্যানেল তাঁকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে৷ তাদের দাবি, নয়া চ্যানেলের জন্য অর্ণব যেন এই কথা ব্যবহার না করেন৷ কেননা কথাটি চ্যানেলের সম্পত্তি৷ যেহেতু চ্যানেলের নামের সঙ্গেই এই কথাটি জড়িয়ে আছে, তাই অন্য চ্যানেলেও এ কথা প্রচারিত হোক তা চায় না কর্তৃপক্ষ৷

‘আজান শুনতে দারুণ লাগে’, প্রিয়াঙ্কার ভিডিওয় সোনুকে জবাব নেটিজেনদের ]

অর্ণব এই লিগ্যাল নোটিস পাওয়ার কথা স্বীকার করেছেন৷ তবে কোনও সংস্থার নাম করেননি তিনি৷ একটি মিডিয়া হাউস তাঁকে ছ’পাতার নোটিশ পাঠিয়ে ভয় দেখিয়েছে বলে জানান অর্ণব৷

তাহলে এ কথা কার৷ এ নিয়েই বেধেছে আইনি দ্বন্দ৷ অর্ণবের প্রাক্তন চ্যানেল বলছে, এ কথা তাদের৷ অন্যদিকে অর্ণবের প্রশ্ন, তা কী করে হয়৷ এ কথা এসেছে হৃদয় থেকে৷ প্রত্যেক ভারতবাসীরই এ কথা৷ সকলেই এ কথা বলতে পারেন৷ এখন জনপ্রিয় এ শব্দবন্ধের মালিকানা কার হাতে, সে মীমাংসা একমাত্র আদালতই করতে পারে৷

‘নমাজের জন্য আজান জরুরি, লাউডস্পিকার নয়’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার