shono
Advertisement

Breaking News

উৎসবের মরশুমে ১১ রাজ্যের ন’টি বন্দে ভারত উদ্বোধন মোদির, কোন রুটে চলবে ট্রেনগুলো?

বাংলার নতুন দুটি বন্দে ভারত উদ্বোধন করলেন মোদি।
Posted: 06:47 PM Sep 24, 2023Updated: 08:40 PM Sep 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে ১১টি রাজ্যে নতুন ন’টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এর মধ্যে দুটি ট্রেন পেল বাংলা। রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ভিডিও কনফারেন্সে ট্রেনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোদি। যার পর তিনি বলেন, “বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা বাড়ছে। ইতিমধ্যে এক কোটি ১১ লক্ষ যাত্রী এই ট্রেনে ভ্রমণ করেছেন।” সেই কারণেই বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা।

Advertisement

এবার হাওড়া থেকে পটনা এবং হাওড়া থেকে রাঁচি রুটে বন্দে ভারত পেল বাংলা। এর ফলে পটনা পৌঁছে যাওয়া যাবে মাত্র সাড়ে ছ’ঘণ্টায়। রাঁচি যেতে সময় লাগবে সাত ঘণ্টা। সঙ্গে এই ট্রেনের হাই প্রোফাইল  পরিষেবা পাবেন যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, এছাড়াও উদয়পুর-জয়পুর, তিরুনেলবেলী-মাদুরাই-চেন্নাই, হায়দরাবাদ-বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া-চেন্নাই, রৌরকেল্লা-ভুবনেশ্বর-পুরী, জামনগর-আমেদাবাদ, কাসরগোড-তিরুঅনন্তপুরম রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস।

[আরও পড়ুন: হস্টেলের খাবারে মরা ব্যাঙ, ছবি পোস্ট করে প্রতিবাদ ছাত্রের, চাঞ্চল্য ইঞ্জিনিয়ারিং কলেজে]

ন’টি বন্দে ভারত যে ১১টি রাজ্যে যাতায়াত করবে সেগুলি হল পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্নাটক, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাট। রেলের অন্যতম উদ্দেশ্য, তীর্থস্থানগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। যেখানে প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে বিপুল পরিমাণ মানুষ যাতায়াত করে থাকেন।

রেল সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর থেকে পটনা-হাওড়া এবং ২৭ সেপ্টেম্বর থেকে রাঁচি-হাওড়া বন্দে ভারত বাণিজ্যিকভাবে যাতায়াত করবে। পটনা থেকে বন্দে ভারত ছাড়বে সকাল ৮টায়। বেলা ২টো ৩৫ মিনিটে হাওড়া পৌঁছবে। বিকেল ৩টে ৫০ মিনিটে হাওড়া ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে পটনা পৌঁছবে। এরাজ্যে আসানসোল এবং দুর্গাপুরে ওই ট্রেন থামবে। অন্যদিকে রাঁচি থেকে ভোর ৫টা ১৫ মিনিটে ছাড়বে বন্দে ভারত। হাওড়া পৌঁছবে বেলা ১২টা বেজে ২০ মিনিটে। উলটো দিকে বিকেল ৩টে ৪৫ মিনিটে হাওড়া ছেড়ে রাত ১০টা ৫০ মিনিটে রাঁচি পৌঁছবে। এরাজ্যে ট্রেন থামবে খড়গপুর এবং পুরুলিয়ায়। এদিন ট্রেনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর মোদি বলেন, বর্তমানে দেশে ২৫টি বন্দে ভারত চলছে। আজ আরও ন’টি যোগ হল। সেই দিন বেশি দূরে নয়, যখন দেশের সব প্রান্তকে সংযুক্ত করবে বন্দে ভারত।

[আরও পড়ুন: ‘কিছুতেই মেনে নেব না’, অরুণাচলের খেলোয়াড়দের ভিসা না দেওয়ায় চিনকে তোপ অনুরাগের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement