shono
Advertisement

ইঁদুরে খেল ২২ কেজি গাঁজা! প্রমাণের অভাবে বেকসুর খালাস দুই অভিযুক্ত

আদালতে অবশিষ্ট ১০০ গ্রাম গাঁজা জমা দেয় পুলিশ।
Posted: 04:37 PM Jul 05, 2023Updated: 04:37 PM Jul 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ কেজি গাঁজা (Ganja) খেয়ে গেল ইঁদুরে। এর ফলেই জেলমুক্ত হলেন অভিযুক্ত দুই ব্যক্তি। আজব কাণ্ড চেন্নাইয়ের (Chennai)। গাঁজার ব্যবসা তথা পাচারে অভিযুক্ত হয়েছিলেন ওই দু’জন। যদিও ইঁদুর গাঁজা খেয়ে ফেলায় আদালতে প্রমাণই দাখিল করতে পারেনি পুলিশ। এর ফলেই তাঁদের শর্তহীন মুক্তি দিলেন বিচারক।

Advertisement

মামলার সূত্রপাত ২০২০ সালে। ওই বছরই ২২ কেজি গাঁজা সমেত মেরিনা পুলিশের হাতে ধরা পড়েছিলেন রাজাগোপাল এবং নাগেশ্বরা রাও। গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তদের জেল হেফাজত হয়। সম্প্রতি মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। যদিও এনডিপিএস আদালতে সব মিলিয়ে মোটে ১০০ গ্রাম গাঁজা জমা দেন পুলিশ আধিকারিকরা। তার মধ্যে ৫০ গ্রাম অভিযুক্তদের কাছে ছিল। বাকি ৫০ গ্রাম ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

[আরও পড়ুন: সৃজিতের ছবিতে ডবল ধামাকা, জুটি বেঁধে গান গাইলেন অরিজিৎ সিং ও সোনু নিগম]

কিন্তু বিচারক প্রশ্ন করেন, বাজেয়াপ্ত হওয়া বাকি ২১.৯ কেজি গাঁজা কোথায় গেল? আজব উত্তর দেন তদন্তকারী পুলিশকর্মীরা। তাঁরা জানান, ওই গাঁজা মালখানায় জমা রাখা হয়েছিল। সেখানে ইঁদুরের ব্যাপক উপদ্রব। ইঁদুরে সেই গাঁজা খেয়ে গেছে। এর পরেই প্রমাণের অভাবে দুই অভিযুক্তকে বেকসুর খালস ঘোষণা করেন বিচারক।

[আরও পড়ুন: ভয়ংকর দুর্ঘটনার কবলে প্রবীণ কুমার! দুমড়েমুচড়ে গেল প্রাক্তন পেসারের গাড়ি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement