সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল শৌচাগার পরিষ্কার করার শাস্তি পেলেন। তাঁকে এই শাস্তি দিল শিখ ধর্মের সর্বোচ্চ প্রতিষ্ঠান অকাল ‘তখত'। 'তানখাইয়া' বা ধর্মীয় অসদাচরণের জন্য বাদলকে দোষী সাব্যস্ত করে ‘তখতে’র জাঠেদার। অকালি দলের প্রধানের বিরুদ্ধে অন্যতম অভিযোগ, প্রভাব খাটিয়ে ২০১৫ সালে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমকে সুবিধা দেওয়া। পাঞ্জাবে অকালি দল ক্ষমতায় থাকাকালীন বাদল এই কাজ করেন বলে অভিযোগ।
সোমবার পাঁচজন শিখ ধর্মগুরুকে নিয়ে সুখবীর সিং বাদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বৈঠক করেন জাঠেদার জ্ঞানী রঘুবীর সিং। এর পরেই সিদ্ধান্ত হয়, মঙ্গলবার, ৩ ডিসম্বর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শৌচাগার পরিষ্কার করবেন শিরোমণি আকালি দলের প্রধান। অমৃতসরের স্বর্ণমন্দির-সহ একাধিক গুরুদ্বারের শৌচাগার পরিষ্কার, লঙ্গরখানার হেঁশেলে খাবার তৈরি, পরিবেশন এবং বাসন মাজার শাস্তি দেওয়া হয়েছে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে। উল্লেখ্য, আগেই 'তখতে'র কাছে দোষ স্বীকার করেন বাদল।
প্রসঙ্গত, ২০০৭ থেকে ২০১৭ সালে পাঞ্জাবে ক্ষমতায় ছিল আকালি দল। ওই সময় গুরমিত রাম রহিমকে সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে বাদলের বিরুদ্ধে। যদিও পাঞ্জাবের কিছু অংশে ডেরা অনুসারী এবং শিখদের মধ্যে সংঘর্ষ বাধে। ২০০৭ সালে শিখ ধর্মগুরুদের মতো পোশাক পরেন রাম রহিম। এই ঘটনাকেও ভালো ভাবে নেয়নি অকাল তখত। যদিও বাদলের প্রভাবের জেরে ছাড় পান রাম রহিম। সেই অভিযোগেই বাদলকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিল শিখদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান।