shono
Advertisement

এবার WhatsApp ব্যবহার করেই বুক করতে পারবেন Uber! জানেন কীভাবে?

চটপট জেনে নিন পদ্ধতি।
Posted: 03:35 PM Dec 03, 2021Updated: 04:54 PM Dec 03, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি কমবেশি সকলেই মোবাইলে অভ্যস্ত। দিনের শুরুই WhatsApp দিয়ে। এবার ওই অ্যাপেই বুক করতে পারবেন Uber অর্থাৎ অ্যাপ ক্যাব। এতে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছে দুই সংস্থা।

Advertisement

Uber-এর তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে এই পরিষেবা। WhatsApp চ্যাটবটের মাধ্যমে এবার আরও সহজে বুক করা যাবে অ্যাপ ক্যাব। WhatsApp-এই পাবেন বিল। অর্থাৎ Uber অ্যাপ ব্যবহার না করেই এবার বুক করতে পারবেন ক্যাব। নিশ্চয়ই ভাববেন কীভাবে WhatsApp-এর মাধ্যমে বুক করবেন ক্যাব। চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি।

[আরও পড়ুন: এবার নিখরচায় ওয়েব প্ল্যাটফর্মের শো দেখতে পাবেন BSNL গ্রাহকরাও, জেনে নিন খুঁটিনাটি]

১. প্রথমে মোবাইলে সেভ করুন +৯১ ৭৯২০০০০০২ নম্বরটি।
২.  মোবাইলে খুলুন WhatsApp।
৩. WhatsApp -এ +৯১ ৭৯২০০০০০২ নম্বরটিতে লিখতে হবে ‘Hi’।
৪. এরপর ওই চ্যাটেই জিজ্ঞেস করা হবে পিক আপ ও ড্রপের স্থান। তা দিতে হবে।
৫. পেয়ে যাবেন ভাড়া ও চালকের আসার সম্ভাব্য সময়।

তবে চাইলে আপনি আগের মতোই ক্যাব বুক করতে পারেন Uber থেকেই। উল্লেখ্য, সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত লখনউতে WhatsApp-এ ক্যাব বুকের সুবিধা মিলছে। তবে শীঘ্রই দেশজুড়ে এই পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। নতুন এই পরিষেবায় খুশি ব্যবহারকারীরা।

 

[আরও পড়ুন: সুখবর! এবার প্রতিদিন বিনামূল্যে অতিরিক্ত ডেটা পাবেন এই টেলিকম সংস্থার গ্রাহকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement