সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল নিয়ে নানা মহলে নানা মত৷ কেউ পক্ষে, কেউ বা বিপক্ষে৷ কারও সমস্যা নিয়ম নিয়ে, কারও বা বেনিয়ম নিয়ে৷ ৮ নভেম্বর মোদির মাস্টারস্ট্রোকের পরই টাকা নিয়ে উত্তাল গোটা দেশ৷ দুই সপ্তাহ পেরিয়ে গিয়েছে৷ নতুন অনেক নিয়মও হয়েছে৷ তবে ব্যাঙ্ক-এটিএমের সামনে এখনও লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে৷
এতদিন পর কেমন আছেন সাধারণ মানুষ? এখনও কি কালো টাকার উপর মোদির এই সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন করছেন তাঁরা? কালোটাকা, দুর্নীতি নির্মূলের খাতিরে এই কষ্ট সহ্য করতে তাঁদের কি এখনও কোনও আপত্তি আছে? সাধারণ মানুষের কাছে এমনই কিছু প্রশ্নের উত্তর জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর সেই জন্য প্রযুক্তির সাহায্য নিয়েছেন তিনি৷ সাধারণ মানুষের ‘মন কি বাত’ জানতে নিয়ে এসেছেন নতুন NM App৷ যার মাধ্যমে টাকার টালমাটাল নিয়ে আমি আপনিও প্রধানমন্ত্রীকে জানাতে পারবেন নিজের মতামত৷ মোদির এই নতুন ‘জন জন কি বাত’-এর জন্য ক্লিক করতে হবে //nm4.in/dnldapp৷ তারপরই স্ক্রিনে ভেসে উঠবে নোট বাতিল সম্পর্কিত কিছু প্রশ্ন৷ উত্তরের অপশনও দেওয়া থাকবে সেখানে৷ আপনাকে বেছে নিতে হবে আপনার উত্তর৷
দিন কয়েক আগেই সংসদে নীরব থাকার জন্য প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ মোদিকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর কাছে কোল্ড প্লে কনসার্টের জন্য সময় আছে, সংসদে বক্তব্য রাখার জন্য নয়৷ কথা না বলেই যেন সেই কটাক্ষের উত্তর দিয়ে দিলেন মোদি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷