shono
Advertisement

Breaking News

‘ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি, বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হবে’

অসমের দুঃখের দিনেই বাংলায় হুঙ্কার দিলীপ ঘোষের৷ The post ‘ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি, বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হবে’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:01 PM Jul 30, 2018Updated: 05:42 PM Jul 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পঞ্চায়েত নির্বাচনে কিঞ্চিত ভাল ফল হয়েছে বিজেপির৷ গ্রাম-বাংলায় বিক্ষিপ্ত ভাবে ফুটতে শুরু করেছে পদ্ম৷ কিন্তু, তার আগেই বাংলা শাসনের স্বপ্নে বুঁদ হয়ে ‘বাংলাদেশি’দের ‘ঘাড়ধাক্কা’ দিয়ে তাড়িয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ‘বাংলাদেশি’দের ‘ঘাড়ধাক্কা’ দিয়ে তাড়িয়ে  দেওয়ার ঘটনার বিরোধিতা করলে সংবাদমাধ্যম-সহ রাজনৈতিক দলগুলিকেও বাংলাছাড়া করা হবে বলে হুংকার দিলেন দিলীপ৷

Advertisement

[ নাগরিকপঞ্জির নামে চলছে ‘বাঙালি খেদাও’, অসম ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার ]

সোমবার বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পরই সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি সভাপতি বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে অসমের মতো বাংলাতেও একইভাবে নাগরিকপঞ্জি তৈরি হবে৷ বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে বাংলাছাড়া করব৷ এই কাজে যাঁরা বিরোধিতা করবে, তাঁদেও ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে৷’’ এদিন মুখ্যমন্ত্রীরও কড়া সমালোচনাও করেন তিনি৷ পালটা দাবি করেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, আমরা নাকি ভোটের রাজনীতি করছি৷ কিন্তু, মুখ্যমন্ত্রী নিজে কী করছেন? নাগরিকপঞ্জিতে নাম না থাকা ৪০ লক্ষ বাংলাদেশির জন্য প্রাণপাত করছেন কেন? এটা ভোটের রাজনীতি নয় কি?’’

[ অসমে ‘উদ্বাস্তু’ ৪০ লক্ষ মানুষ, বিপন্নদের পাশে বাঙালি সংগঠনগুলি ]

বিজেপি সভাপতির পালটা দিতে বেশি সময় লাগেনি তৃণমূলের৷ এদিন ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দেন, ‘‘বিজেপির এই স্বপ্ন কোনওদিন পূরণ হবে না৷ ক্ষমতায় আসার আগেই বিজেপি বিভেদের রাজনীতি করছে, আর ক্ষমতায় এলে কী হবে? এটা বাংলার মানুষ খুব ভালো ভাবেই জানেন৷’’

সোমবার অসম সরকারের এক খসড়া প্রস্তাবে উদ্বাস্তু হয়ে গেলেন অসমের ৪০ লক্ষ মানুষ৷ সোমবার নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হতে না হতেই উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি৷ বিতর্কের আগুন জ্বেলে নবান্ন থেকে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সাংবাদিক বৈঠক করে ধর্মের ভিত্তিতে নাগরিকপঞ্জির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী৷ কেন অসমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন? কেন ধর্মের ভিত্তিতে এই বিভাজন? আধার থাকা সত্ত্বেও কেন নাম বাদ? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সংসদে আইন পাশ করে ভিটেছাড়া ৪০ লক্ষ মানুষকে বাঁচানোর দাবি জানান মমতা৷ প্রয়োজনে ভিটে হারানো অসমবাসীর জন্য বাংলার দরজা খোলা থাকবে বলেও এদিন কৌশলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাংসদের একটি দল অসম যাবেন বলেও জানান তিনি৷

[ রোহিঙ্গাদের মতোই নিয়তি! কী পরিণতি হবে নাগরিকত্ব হারানো ৪০ লক্ষ ‘অসমবাসী’র? ]

The post ‘ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি, বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হবে’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার