shono
Advertisement

মোদির জয়যাত্রা দেখতে মার্কিন মুলুকে থিয়েটার ভাড়া করলেন ভক্ত

মোদি ভক্তের এই প্রয়াসে খুশি হয়েছেন প্রবাসী ভারতীয়দের অনেকেই। The post মোদির জয়যাত্রা দেখতে মার্কিন মুলুকে থিয়েটার ভাড়া করলেন ভক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 04:45 PM May 23, 2019Updated: 04:45 PM May 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত গোটা দেশবাসী। চিন্তায় কপালে পড়েছে ভাঁজ। কে আসে ফের ক্ষমতায়। সকাল থেকেই চোখ রয়েছে টিভির পর্দায়। চলছে খবরের চ্যানেল৷ বিজেপি, কংগ্রেস, তৃণমূলের আসন সংখ্যা ওঠানামায় চড়ছে উত্তেজনা, উৎকণ্ঠার পারদও৷ আজকের দিনে এই দৃশ্য চোখে পড়েছে সবখানেই। বিগত এক মাস ধরে চলতে থাকা ভোট পরীক্ষায় ফলাফল আজ। শুধু এদেশেই নয়, বিদেশের মাটিতে থাকা ভারতীয়রাও কাজের মাঝে দিনভর খোঁজ নিচ্ছেন নির্বাচনী ফলাফলের। এমনকী, টিভির পর্দায় ভারতের নির্বাচনী ফলের দিকে নজর রাখতে মার্কিন মুলুকে থাকা এক মোদি ভক্ত ভাড়া করেছেন আস্ত এক থিয়েটার।

Advertisement

[ আরও পড়ুন:  ভারতের ভোট প্রক্রিয়ার স্বচ্ছতায় নিশ্চিত আমেরিকা, মোদিকে শুভেচ্ছা রাষ্ট্রনেতাদের]

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিসের একটা আস্ত থিয়েটার ভাড়া করে সেখানকার গেরুয়া সমর্থকদের নিয়ে একসঙ্গে বসে ভোটের ফল দেখবেন- এমনটাই পরিকল্পনা করে রেখেছিলেন। পেশায় তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত ওই মোদি-ভক্তের নাম রমেশ নুনে করলেনও তাই। বড় পর্দায় বিভিন্ন সংবাদ চ্যানেলে যাতে একসঙ্গে নজর রাখা যায়, সেই ব্যবস্থাই করেছেন রমেশ। একসঙ্গে আলাদা আলাদা চ্যানেলের দিকে নজর রাখলে আপডেট পেতে সুবিধে হবে। তাই এহেন ব্যবস্থা। আমেরিকার স্থানীয় সময় রাত সাটে ৯টা থেকে দেখতে পাওয়া যাবে। রয়েছে টিকিটের ব্যবস্থা। সূত্রের খবর, প্রায় ১৫০ জনেরও বেশি টিকিট কিনেছেন ভারতের নির্বাচনী ফলের দিকে নজর রাখতে। প্রতি টিকিটের দাম ১৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ১০০০ টাকা। 

[ আরও পড়ুন:  সার্জিক্যাল স্ট্রাইকে গুঁড়িয়ে গিয়েছে জঙ্গিঘাঁটি, প্রতিবাদে মোদির পরাজয় কামনা পাকিস্তানের]

এছাড়াও সূত্রের খবর, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়াতেও ভোটের ফলের দিকে নজর রাখার ব্যাবস্থা করা হয়েছে। দেশজুড়ে এগিয়ে থাকার খবর মেলায় বিক্ষিপ্তভাবে চলছে গেরুয়া সমর্থকদের উল্লাস। ইতিমধ্যেই চিন, জাপান, আফগানিস্তান-সহ ভিন্ন দেশের রাষ্ট্রনেতারা শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদিকে। মোদি ভক্তের এই প্রয়াসে খুশি হয়েছেন প্রবাসী ভারতীয়দের অনেকেই।  

The post মোদির জয়যাত্রা দেখতে মার্কিন মুলুকে থিয়েটার ভাড়া করলেন ভক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement