shono
Advertisement

‘ডাক্তারদের নরখাদক ভাবাটা বন্ধ করুন’, মমতার মন্তব্যের কড়া সমালোচনা অভিনেত্রীর

স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে মমতার ইস্তফার দাবি জানাল বিজেপি৷ The post ‘ডাক্তারদের নরখাদক ভাবাটা বন্ধ করুন’, মমতার মন্তব্যের কড়া সমালোচনা অভিনেত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:11 PM Jun 13, 2019Updated: 06:11 PM Jun 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরএস হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে মারধরের ঘটনা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে৷ রাজ্য তথা দেশের চিকিৎসা ব্যবস্থায় এর প্রভাব পড়েছে৷ তবে এসবের মধ্যেই পরিষেবা চালু করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েছেন, তা নিয়েও শুরু হয়েছে সমালোচনা৷ ফেসবুক পোস্টে চিকিৎসক পেটানোর নিন্দা করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ৷ এবার চিকিৎসকদের প্রতি অবিচার নিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্র৷

Advertisement

[আরও পড়ুন: প্রান্তিক মানুষের দিকে তাকিয়ে পরিষেবা চালু রাখুন, মুখ্যমন্ত্রীর খোলা চিঠি ডাক্তারদের]

বৃহস্পতিবার দুপুরে এসএসকেএমে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেন৷ হুঁশিয়ারি দেন, কাজে না ফিরলে এসমা অর্থাৎ এমারজেন্সি মেডিক্যাল অ্যাক্টে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ এমনকী কাজে যোগ না দিলে হস্টেল পরিষেবাও দেওয়া হবে না বলে জানান মমতা৷ এতে সাময়িকভাবে জট কাটিয়ে কাজ শুরু হলেও সমস্যা আরও বাড়ে৷ হুঁশিয়ারির পালটা দিয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ জন চিকিৎসক ইস্তফা দেন৷ শুধু তাই-ই নয়, গণইস্তফার হুঁশিয়ারিও দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী এসএসকেএম গিয়ে বলেছিলেন, গণ্ডগোলে জুনিয়র ডাক্তাররা নন, হাসপাতালের ভিতরে ঢুকে বহিরাগতরাই সমস্যা বাধিয়েছেন৷ তাঁর এই মন্তব্য মোটেই ভালভাবে নেয়নি চিকিৎসকদের একাংশ৷ তাঁদের পালটা দাবি, ঘটনার দিকে যথাযথ গুরুত্ব না দিয়ে পাশ কাটাতে মমতা ‘বহিরাগত’ তত্ত্ব খাঁড়া করেছেন৷ এর জন্য ডাক্তারদের কাছে মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে৷

চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মডেল-অভিনেত্রী কোয়েনা৷ মুখ্যমন্ত্রীর মন্তব্যকে একহাত নিয়ে তিনি বলেন, “ডাক্তারদের নরখাদক ভাবাটা বন্ধ হওয়া উচিত৷ মমতা ঠিক করেননি৷ আপনি সবাইকে ছুঁড়ে ফেলে দেবেন, বের করে দেবেন? কী বলতে চান? ওরা ভারতীয়৷ বরং অনুপ্রবেশকারীদের বের করে দিন৷ শিকারিরা খুব তাড়াতাড়ি শিকার করবে৷” ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে৷ এবিষয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “যে চিকিৎসকরা প্রতিবাদে বসেছেন, তাদের এভাবে সামলাতে হয়? সমস্যা না মিটিয়ে তিনি সব দোষ চিকিৎসক, বিজেপি এবং অন্যান্যদের ঘাড়েই দিয়ে দিলেন৷ অত্যন্ত অবাক করা ঘটনা৷ এমন পরিস্থিতি সামলাতে না পারলে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফা দেওয়া উচিত৷”

[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম ধ্বনির ভয়ে এনআরএসে যাননি মমতা’, ঘোলা জলে রাজনীতি দিলীপের]

The post ‘ডাক্তারদের নরখাদক ভাবাটা বন্ধ করুন’, মমতার মন্তব্যের কড়া সমালোচনা অভিনেত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement