shono
Advertisement

এনআরএস কাণ্ডে প্রায় পঙ্গু বাংলার স্বাস্থ্য পরিষেবা, প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনা উল্লেখ করে নরেন্দ্র মোদির হস্পক্ষেপের দাবি জানালেন কংগ্রেস সাংসদ৷ The post এনআরএস কাণ্ডে প্রায় পঙ্গু বাংলার স্বাস্থ্য পরিষেবা, প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:32 AM Jun 12, 2019Updated: 12:03 PM Jun 12, 2019

নন্দিতা রায়, নয়াদিল্লি: এনআরএস কাণ্ডের জেরে বুধবার সমগ্র রাজ্যজুড়ে ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা৷ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের সমস্ত হাসপাতালের আউটডোর৷ রাজ্যের এই বেহাল স্বাস্থ্য পরিষেবায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে এবার সরাসরি নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি৷

Advertisement

[ আরও পড়ুন: ‘এই সাফল্য বিশেষ’, অসম লড়াইয়ে সুবিচার পেয়ে আপ্লুত কাঠুয়ার কাণ্ডের আইনজীবীর ]

জানা গিয়েছে, এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসকের উপর যে হামলার ঘটনা ঘটেছে, উক্ত চিঠিতে সেই বিষয়টি উল্লেখ করেছেন বহরমপুরের সাংসদ৷ চিকিৎসকদের বিক্ষোভের জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেছেন তিনি৷ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরি৷ কেবল প্রধানমন্ত্রী নন, একই চিঠি তিনি লিখেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মন্ত্রী হর্ষবর্ধনকেও৷

সোমবার রাতে এনআরএসে রোগীমৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে ব্যাপক মারধর করে রোগীর পরিজনরা৷ ডোমজুড়ের বাসিন্দা পরিবহ ইটের আঘাতে গুরুতর জখম হয়ে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে আপাতত চিকিৎসাধীন৷ তাঁর মাথার আঘাত এতই বেশি ছিল যে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে অপারেশন করা হয়৷ অপারেশন পর তাঁর অবস্থা স্থিতিশীল হলেও, পর্যবেক্ষণে রাখা হয়েছে পরিবহকে৷ ঘটনার পর রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিরাপদ নয়, এই অভিযোগ তুলে মঙ্গলবার দিনভর দফায় দফায় কর্মবিরতি করে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকরা৷

[ আরও পড়ুন: লোকসভায় হারের পর এবার রাহুল গান্ধীকে ‘ঘরছাড়া’ করছে কেন্দ্র! ]

বুধবার আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে সমস্ত আউটডোর পরিষেবাই বন্ধ করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সংগঠন৷ ফলে এদিন সকাল থেকেই হাসপাতালে গিয়ে শূন্য হাতে ফিরছেন রোগীরা৷ শহর থেকে জেলা, রাজ্যের সমস্ত হাসপাতালেই একই চিত্র ধরা পড়ছে৷ বিভিন্ন হাসপাতালের আউটডোর গেট রীতিমত তালা বন্ধ অবস্থায় রয়েছে৷ কোনওক্রমে মিলছে মিলছে জরুরি পরিষেবা৷ অনেক হাসপাতালে তাও বন্ধ রয়েছে৷ অনেক জায়গায় পথ অবরোধ শুরু করেছেন রোগী ও তাঁর পরিবারের সদস্যরা৷ পরিস্থিতি সামাল দেওয়া রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের পক্ষে৷

The post এনআরএস কাণ্ডে প্রায় পঙ্গু বাংলার স্বাস্থ্য পরিষেবা, প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement