shono
Advertisement
WhatsApp

বড়সড় বদল নিয়ে হাজির WhatsApp, চ্যাট এখন আরও সুরক্ষিত!

ব্য়াপারটা ঠিক কী?
Published By: Tiyasha SarkarPosted: 03:58 PM Apr 24, 2025Updated: 04:36 PM Apr 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাইভেসি ফিচারে বড়সড় বদল আনল হোয়াটসঅ্যাপ। ফলে চ্যাট এখন আরও সুরক্ষিত। ব্য়াপারটা ঠিক কী? কী জানাচ্ছে সংস্থা?

Advertisement

আট থেকে আশি বর্তমানে সকলেই সোশাল মিডিয়ায় সরগর। দিনভর স্মার্টফোনেই বুঁদ সকলে। কাজ হোক বা ব্যক্তিগত আলোচনা, এখন সবেতেই মোটের উপর ভরসা হোয়াটসঅ্যাপ। ফলে চ্যাট গোপন রাখাটাও অত্যন্ত প্রয়োজনীয়। তাই হোয়াটসঅ্যাপের গোপনীয়তা বৃদ্ধির লক্ষ্যে বরাবর কাজ করে সংস্থা। এবার 'অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি' ফিচার নিয়ে হাজির হল জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। সংস্থার তরফে এই ফিচারের কথা ঘোষণা করা হয়েছে।

কীভাবে কাজ করবে এই ফিচার? প্রথমে নিজের হোয়াটসঅ্যাপটি আপডেট করুন। সেটিংসে পেয়ে যাবেন 'অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি' অপশন। সেটি অন করলেই গ্রুপ বা ব্যাক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে। তবে 'অ্য়াডভান্সড চ্যাট প্রাইভেসি' ফিচারের সুবিধা পেতে দুই ব্যবহারকারীরই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে। অর্থাৎ চাইলেই আর চ্যাট এক্সপোর্ট করে কাউকে পাঠানো যাবে না। এতে গোপনীয়তা বজায় থাকবে, চ্যাট সুরক্ষিত থাকবে বলেই মনে করছে সংস্থা। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাইভেসি ফিচারে বড়সড় বদল আনল হোয়াটসঅ্যাপ।
  • ফলে চ্যাট এখন আরও সুরক্ষিত।
  • গ্রুপ বা ব্যাক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না।
Advertisement