shono
Advertisement

ইদের পাশাপাশি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানালেন মীর, ভিডিও বার্তা নুসরতের

টলিউডের অন্যান্য তারকারাও জানিয়েছেন শুভেচ্ছা।
Posted: 02:48 PM May 03, 2022Updated: 02:48 PM May 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুশির ইদের (Eid 2022) পাশাপাশি পবিত্র অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya 2022) শুভেচ্ছা জানালেন মীর আফসার আলি। অন্যদিকে ভিডিও বার্তায় ‘ইদ মুবারক’ জানালেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। 

Advertisement

“ইদের নমাজে আজ সকল সম্প্রদায়ের জন্য দোয়া করলাম”, এই ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড করেন মীর (Mir Afsar Ali)। সেখানেই তারকা নিজের তরফ থেকে সকলকে ইদের শুভেচ্ছা জানান। “ভাল থাকবেন, ভাল ভাববেন, ভাল খাওয়া-দাওয়া করবেন”, বলেন মীর। এরপরই আবার অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানান। দিনটা কতটা শুভ, ভাল এবং মুবারক, সেই কথা জানিয়ে বলেন, “সকলে খুব ভাল থাকবেন।”    

[আরও পড়ুন: ‘ফেলুদার গোয়েন্দাগিরি’তে জমজমাট দার্জিলিং, গোয়েন্দা হতে টোটাকে ‘টোটকা’ সৃজিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement