shono
Advertisement

Breaking News

Nusrat-Yash: সুইমিং পুলের সামনে বারবার পোশাক বদল! নুসরতের ভিডিও তুললেন যশ

ভিডিওয় বাদ পড়েছে ছোট্ট ঈশান।
Posted: 04:28 PM Sep 28, 2021Updated: 10:10 PM Sep 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম, প্রেম আর শুধুই প্রেম। বিতর্ক যাক গোল্লায়। নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ (Yash Dasgupta) একেবারেই পাত্তা দিচ্ছেন না সেসবকে। সেই প্রথম থেকেই যশরতের প্রেম কাহিনি ঠিক যেন প্যায়ার কিয়া তো ডরনা ক্য়ায়া! আর এখন তো লুকোছাপার কোনও কারণই নেই। নুসরত তো প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন, তাঁর সন্তানের বাবা যশ! তাই প্রেমের জোয়ার এখন রোজই ফুলে ফেঁপে উঠছে!

Advertisement

গপ্পোটা হল, ইনস্টাগ্রামে নুসরত আর যশ দু’ জনে রোজই নানারকম ছবি ও ভিডিও পোস্ট করছেন। সেই পোস্টের সঙ্গে লিখছেন প্রেমের নানা কথাও। এই যেমন, সম্প্রতি নুসরত একটি ভিডিও পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। যেখানে দেখা গেল গানের সুরে পোশাক বদলাচ্ছেন নুসরত। কখনও সাদা রঙের পোশাক তো কখনও কালো রঙের পোশাক। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, এই ভিডিও নিশ্চয়ই যশেরই তোলা।

অন্যদিকে, যশও তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি পোস্ট করে যশ লিখেছেন, মস্তিষ্কে অনেক না বলা কথা জমা হয়েছে। নুসরত ও যশের এই ছবি দু’টি একই জায়গায় তোলা হয়েছে। দু’টি ছবিরই ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি সুইমিং পুল।

[আরও পড়ুন: পুজোর আগে চমক নচিকেতার, প্রথমবার রেকর্ড করলেন শ্যামা সংগীত]

[আরও পড়ুন: পুজোয় শীর্ষেন্দুর ‘বনি’ আসছে বড়পর্দায়, কল্পবিজ্ঞানের গল্পে জুটি বাঁধলেন কোয়েল-পরমব্রত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement