নুসরতের সৈকত সুখ! নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী
ছুটির মেজাজে বিন্দাস টলিপাড়ার নায়িকা।
Tap to expand
গত কয়েকদিন ধরেই সৈকতে ছুটি কাটাচ্ছেন নুসরত জাহান। কোথায় গিয়েছেন অভিনেত্রী? তা জানা নেই। তবে সমুদ্রের সিক্ত আবহাওয়া তিনি চুটিয়ে উপভোগ করছেন।
Tap to expand
নুসরত যেখানেই যান, তাঁর সঙ্গে থাকেন যশ দাশগুপ্ত। যশও ইদানীং সৈকতের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করছেন। সম্ভবত একসঙ্গেই রয়েছেন তারকা যুগল। তবে নুসরত একাই ছবি পোস্ট করেছেন।
Tap to expand
এর আগে সি গ্রিন রঙের পোশাকে সুইমিং পুলের সামনে পোজ দিয়েছিলেন অভিনেত্রী। এবার রেড বিকিনি টপে আগুন ঝরালেন নেটদুনিয়ায়। সেই সঙ্গে রয়েছে ডেনিমের শর্টপ্যান্ট।
Tap to expand
যে জায়গায় নুসরত বেড়াতে গিয়েছেন সেখানে যেমন সাদা বালি রয়েছে, তেমনই রয়েছে বোল্ডার্স। আর সেই সঙ্গে পাওনা সমুদ্রের নীল জল। তাতেই যেন জলপরী হয়েছেন টলি নায়িকা।
Tap to expand
ব্যঙ্গ, বিদ্রুপ, কটু কথা যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। তবে নুসরত জাহান তা নিয়ে বেশি মাথা ঘামানোর পাত্রী নন। তিনি নিজের শর্তে বাঁচতে ভালোবাসেন। আর ভালোবাসেন ঘুরতে। যা তিনি এখন বেশ উপভোগ করছেন। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 04:30 PM Sep 22, 2024Updated: 08:35 PM Sep 22, 2024
ছুটির মেজাজে বিন্দাস টলিপাড়ার নায়িকা।