shono
Advertisement

গোয়ার সৈকতে হলুদ বিকিনিতে উষ্ণতা ছড়ালেন নুসরত, চোখ কপালে নেটিজেনদের

শেয়ার করার পরই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।
Posted: 12:07 PM Feb 24, 2022Updated: 12:08 PM Feb 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বসন্ত এসে গেছে’। শীত পেরিয়ে ধীরে ধীরে হলুদ বসন্তের ছোঁয়া বাতাসে। সেই রংকেই বুঝি পোশাকে ধারণ করলেন নুসরত (Nusrat Jahan)। বুধবারই অভিনেত্রী-সাংসদ কয়েকটি ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে তাঁকে দেখা গিয়েছে হলুদ বিকিনি পরে সৈকতে ঘুরে বেড়াতে। শেয়ার করার পরই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।

Advertisement

ছবিগুলিতে লাস্যময়ী অবতারে দেখা গিয়েছে নুসরতকে। হলুদ টু পিসের উপরে স্টাইলিশ নেটের শ্রাগ জড়িয়ে, চোখে রোদচশমা পরিহিতা নুসরত সত্যিই যেন তাপমাত্রার পারদ চড়িয়ে দিয়েছেন।

[আরও পড়ুন: একশো বছরেও বদলায়নি ব্লেডের আশ্চর্য নকশা, কেন জানেন?]

তবে এই ছবিগুলি এখনই তোলা নয়। মাস দুই আগে নতুন বছরের শুরুতেই যশের সঙ্গে গোয়া বেড়াতে গিয়েছিলেন টলিউড তারকা। সেই সময়ও অনেক ছবি তিনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই সময় বিকিনির ছবিগুলি তিনি পোস্ট করেননি। অবশেষে সেই ছবিগুলি শেয়ার করতেই নেটিজেনদের মন জিতে নিল সেগুলি।

বহু নেটিজেনই ছবিগুলি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমেন্ট বক্সেও। একজন লেখেন ‘নুসরত ইজ ব্যাক অন ট্র্যাক।’ আরেকজন জানতে চেয়েছেন, জায়গাটি কোথায়। কেউ কেউ আবার ‘হাই হটনেস’ বলেও সম্বোধন করেছেন। ইনস্টাগ্রামে অবশ্য এমনিতেই প্রবল জনপ্রিয় নুসরত। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৭ লক্ষ।

[আরও পড়ুন: ‘মিত্রশক্তির সঙ্গে মিলে জবাব দেবে আমেরিকা’, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরই হুঁশিয়ারি বাইডেনের]

গত বছরের আগস্ট মাসে ছেলের জন্ম দিয়েছেন। এর কিছু সময় পরই কাজে ফেরেন নুসরত। অল্প সময়ে বাড়তি ওজনও ঝরিয়ে ফেলেন। এর জন্য অনুরাগীদের প্রশংসাও পান। হাতে তাঁর বেশ কয়েকটি ছবি। মুক্তি পেয়েছে নুসরতের নতুন ছবি ‘স্বস্তিক সংকেত’ও।  মা হওয়ার পরই  ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র কাজ শুরু করতে দেখা গিয়েছে তাঁকে।  সেই সঙ্গে একটি রেডিও চ্যানেলের হয়ে সঞ্চালনার দায়িত্বও সামলাচ্ছেন। সব মিলিয়ে কেরিয়ার, যশ ও সন্তান ঈশানকে নিয়ে দিব্যি রয়েছেন নুসরত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement