সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসিরহাটের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) স্বামী নিখিল জৈনের দুটি ব্যবসায়িক ব্র্যান্ডের ইনস্টাগ্রাম অ্যাাকউন্ট হ্যাক করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ‘হ্যাকড’ হওয়া দুটি অ্যাকাউন্ট-ই শাড়ি-পোশাক বিক্রির জন্য ব্যবহার করা হত। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ক্রাইম বিভাগের কাছে অভিযোগ জানিয়েছেন নিখিল জৈন (Nikhil Jain)।
জানা গিয়েছে, দুটো অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই সমস্ত পোস্টার এবং ফটোশুটের ছবি মুছে দেওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। পোশাক বিপণনের বাজারে নিখিল জৈনের ব্র্যান্ড বেশ নামকরা। সেই ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন স্ত্রী নুসরত জাহান। কিন্তু বর্তমানে বেশ কয়েকদিন ধরেই দু’জনের মধ্যে দূরত্বের খবর সামনে এসেছে।
[আরও পড়ুন: সুশান্ত মামলায় মাদক যোগ, রিয়া চক্রবর্তী-সহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনসিবির]
ভাঙতে চলেছে নুসরত-নিখিলের সংসার? উঠেছে সেই প্রশ্নও। তারমধ্যেই শোনা গিয়েছে, এবার আর নুসরত নয়, নতুন শাড়ির ডিজাইনের জন্য বেছে নেবেন নতুন কোনও মুখ। খুব শীঘ্রই সেই কাজে হাত দেবেন তিনি। জানা গিয়েছে, এই কাজের জন্য দিল্লি যাবেন নিখিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখিল জৈনের যে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তা হয়তো অর্থের বিনিময়ে কেউ বা কোনও গোষ্ঠী এই কাজ করেছেন। খুব তাড়াতাড়ি অভিযুক্তের খোঁজ পাওয়া যাবে বলে আশ্বাস পুলিশ প্রশাসনের।
অন্যদিকে, সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনায় কিছুটা মর্মাহত নিখিল জৈন। ব্যবসায়িক ক্ষতির জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড হলেও কোনও লাভ হবে না বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই, তাঁর সমস্ত রকম অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলেছেন নিখিল জৈন বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই শোনা গিয়েছিল স্বামী নিখিল জৈন স্ত্রী নুসরতের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। যদিও সেই খবর নস্যাৎ করে দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান।