সুমিত বিশ্বাস, পুরুলিয়া: কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী আরও এক পুলিশকর্মী। বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার (Purulia) বেলগুমা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপারের বাংলোর সেন্ট্রিতে কর্মরত ছিলেন। সেখানেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই কর্মী। সূত্রের খবর, মানসিক অশান্তিতে ভুগছিলেন আত্মঘাতী পুলিশ কর্মী। পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
মৃতের নাম সুশীল কিস্কু (৩২)। এনভিএফ (NVF) কর্মী। বান্দোয়ানের চালুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপারম চিন্ময় মিত্তালের বাংলোর সেন্ট্রিতে কর্মরত ছিলেন তিনি। এদিন কর্মরত অবস্থায় থ্রি নট থ্রি রাইফেল থেকে চোয়াল বরাবর গুলি ছুঁড়ে আত্মঘাতী হন সুশীল কিস্কু।
[আরও পড়ুন: সুপ্রিম রায়ের পরই হাই কোর্টে কুন্তলের চিঠি মামলার শুনানি, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]
গুলির শব্দ শোনামাত্র ছুটে আসেন তাঁর সহকর্মীরা। জখম পুলিশ কর্মীকে উদ্ধার করে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এবিষয়ে এথনও জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, পারিবারিক টানাপোড়েনের জেরে আত্মঘাতী হয়েছেন তিনি।