shono
Advertisement

Breaking News

নন্দীগ্রামে দুর্ঘটনাই, মমতার উপর হামলার প্রমাণ নেই! কমিশনে ‘রিপোর্ট’পর্যবেক্ষকদের

মুখ্যসচিব ও সিইও-র কাছ থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন।
Posted: 07:13 PM Mar 13, 2021Updated: 09:07 PM Mar 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষড়যন্ত্র নয়, নন্দীগ্রামে দুর্ঘটনায় জখম হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। গোটা বিষয় সম্পর্কে খোঁজখবর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের দুই বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জখম হওয়ার ঘটনায় মুখ্যসচিব ও সিইও-র কাছ থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। একইসঙ্গে দুই বিশেষ পর্যবেক্ষককে নিজেদের মতামত জানানোর কথাও বলা হয়েছিল। তাঁদের রিপোর্ট নিয়ে রবিবার কমিশনের ফুলবেঞ্চ বৈঠকে বসছে বলে খবর।

Advertisement

বাংলা বিধানসভা নির্বাচনে দুই বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে। তাঁরা নন্দীগ্রামে গিয়ে সরেজমিনে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন বলে সূত্রের দাবি। এর পরই শনিবার নিজেদের মতামত নির্বাচন কমিশনকে জানান তাঁরা। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর উপর পরিকল্পিত হামলার তত্ত্ব খারিজ করে দিয়েছেন দুই পর্যবেক্ষকই। বরং তাঁদের দাবি, সেই সময় কড়া পুলিশি বেষ্টনীতে ছিলেন মমতা।

[আরও পড়ুন : ‘মমতা ফাইটার, বাংলায় বিজেপির হার নিশ্চিত’, তৃণমূলে যোগ দিয়ে বললেন যশবন্ত সিনহা]

উল্লেখ্য, গত বুধবার নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ তুলেছিলেন, গাড়ির সামনে ভিড়ের চাপে তাঁকে কেউ বা কারা ধাক্কা দেওয়ার ফলেই তাঁর পায়ে লেগেছে। প্রায় একই অভিযোগের সুর শোনা গিয়েছিল তৃণমূল নেতৃত্বের গলায়। কমিশন সূত্র বলছে, মুখ্যসচিবের দেওয়া রিপোর্টেও তেমন কিছু উল্লেখ নেই। রিপোর্ট অনুযায়ী, গাড়ির দরজা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে, একটি খুঁটির কথাও উল্লেখ রয়েছে। তবে কেউ বা কারা মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিয়েছিলেন কি না, তার কোনও কথা উল্লেখ নেই বলেই জানা গিয়েছে। ফলে কীভাবে আচমকা গাড়ির দরজা বন্ধ হল কিংবা তার জন্যই মুখ্যমন্ত্রীর পায়ে লেগেছে কি না, তা বোঝা যাচ্ছে না। তাই মুখ্যসচিবের কাছে দু, একটি প্রশ্নের উত্তর নির্দিষ্টভাবেইন পুনরায় জানতে চেয়েছে কমিশন। ইতিমধ্যে,কমিশনে নিজেদের মতামত জানিয়ে দিলেন দুই পর্যবেক্ষকও।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর জখম হওয়া নিয়ে এখনও চাপানউতোর তুঙ্গে রাজনৈতিক মহলে। ‘ষড়যন্ত্রে’র অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে কমিশনে গিয়েছে বিজেপিও। বাম, কংগ্রেস নেতৃত্বের কণ্ঠে শ্লেষের সুর।

[আরও পড়ুন : ভোটের মুখে বড় চমক! তৃণমূলে যোগ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement