শ্রীলঙ্কা: ২৭৯ (আসালাঙ্কা ১০৮, নিসাঙ্কা ৪১, তানজিম ৩/৮০)
বাংলাদেশ: ২৮২/৭ (শান্ত ৯০, শাকিব ৮২, মদুশঙ্কা ৩/৬৯)
বাংলাদেশ ৩ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেরিতে হলেও জয় পেল বাংলাদেশ (Bangladesh Cricket)। সোমবার শ্রীলঙ্কাকে (Sri Lanka) ৩ উইকেটে হারাল বাংলার বাঘেরা। বিশ্বকাপ অভিযান আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। শ্রীলঙ্কারও তাই। দ্বীপরাষ্ট্র ও বাংলাদেশের কাছে এদিনের ম্যাচটা ছিল সম্মানরক্ষার। সেই ম্যাচ জিতে নিল বাংলাদেশ।
টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। চরিত আসালাঙ্কার (১০৮) সেঞ্চুরির সৌজন্যে দ্বীপরাষ্ট্র করে ২৭৯ রান।
[আরও পড়ুন: ODI World Cup 2023: বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ ম্যাথিউজ]
আপাত নিরীহ একটা ম্যাচ নিয়েই শুরু হয়ে যায় জোর চর্চা। সৌজন্যে টাইমড আউট। এক বলও না খেলে প্যাভিলিয়নে যেতে হল শ্রীলঙ্কার বর্ষীয়ান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘টাইমড আউট’ হলেন ম্যাথিউজ। শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে শুরুতে বাংলাদেশ উইকেট খোয়ালেও শাকিব ও শান্ত দলের জয়ের ভিত গড়ে দেন। দুজনের কেউই সেঞ্চুরি করতে পারেননি। শাকিব ও শান্তর ১৬৯ রানের পার্টনারশিপ বাংলাদেশ শিবিরে এনে দেয় জয়ের গন্ধ। শান্ত করেন ৯০। অন্যদিকে শাকিব ৮২ রানে আউট হন। এই দুজন আউট হয়ে যাওয়ার পরে মুশফিকুর রহিম, মহম্মদুল্লাহর মতো সিনিয়র ক্রিকেটারের উইকেট হারালেও জিততে সমস্যা হয়নি বাংলাদেশের।