shono
Advertisement

Breaking News

ODI World Cup 2023: ‘শ্রীলঙ্কায় এলে পাথর ছুড়ে মারা হবে’, শাকিবকে হুমকি অ্যাঞ্জেলোর দাদার

'টাইমড আউট' বিতর্কের জের এখনও চলছে।
Posted: 02:44 PM Nov 09, 2023Updated: 07:46 PM Nov 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ-শ্রীলঙ্কা (Bangladesh-Sri Lanka) ম্যাচ শেষ হয়েও যেন শেষ হয়নি। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) তীব্র সমালোচিত হচ্ছেন এখনও। তাঁর দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সমর্থন পর্যন্ত পাননি শাকিব।
এর মধ্যেই শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের (Angelo Mathews) দাদা ট্রেভিন ম্যাথিউজ (Trevin Mathews) হুমকি দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। শ্রীলঙ্কায় খেলতে এলে শাকিবকে পাথর ছুড়ে মারা হবে বলে জানিয়েছেন ট্রেভিন। 

Advertisement

[আরও পড়ুন: ইংল্যান্ড ম্যাচ দেখতে ইডেনে আসছেন কিংবদন্তি রক শিল্পী মিক জ্যাগার]

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে (ODI World Cup 2023) অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিরুদ্ধে ‘টাইমড আউট’-এর আবেদন করেন শাকিব। তা নিয়েই যত বিতর্ক। শাকিবের আবেদন মেনে ম্যাথিউজকে ‘টাইমড আউট’ দেওয়া হয়। আর তার পর থেকেই উত্তাল ক্রিকেটবিশ্ব। সাংবাদিক বৈঠকে বিস্ফোরণ ঘটান ম্যাথিউজ। সেই ম্যাচ হয়ে গেলেও তার রেশ এখনও কাটেনি। এবার অ্যাঞ্জেলো ম্যাথিউজের দাদা ট্রেভিন ম্যাথিউজ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ”বাংলাদেশি অধিনায়কের আচরণের তীব্র নিন্দা করছি আমরা। শাকিবের আচরণ ছিল অখেলোয়াড়োচিত এবং ভদ্রলোকের খেলার স্পিরিট নষ্ট করেছে। শাকিবের কাজে আমরা হতাশ। ব্যবহারের জন্যই শাকিবকে স্বাগত জানানো হবে না শ্রীলঙ্কায়। দর্শকরা যদি মানবতা বিরোধী আচরণ করে শাকিবের সঙ্গে, তাহলে বিস্মিত হব না। কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে বা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শাকিব শ্রীলঙ্কা এলে দর্শকরা পাথর ছুড়ে মারতে পারে।”
অ্যাঞ্জেলো ম্যাথিউজের দাদা ট্রেভিন ফুঁসছেন। ফুঁসছে গোটা শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রে বাংলাদেশি অধিনায়ক পা রাখলে কী হবে, তা বলবে সময়। তবে তাঁকে যে ভালো ভাবে অভ্যর্থনা করা হবে না, তা বলে দেওয়াই যায়।

[আরও পড়ুন: ‘প্রোমোশন-রেলিগেশন চালু হলে আইপিএলের আকর্ষণ আরও বাড়বে’, মত ললিত মোদি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement