shono
Advertisement
IPL 2025

ওপেনিং জুটিতে অপ্রতিরোধ্য আরসিবি, পাঞ্জাবকে ভোগাবেন চাহাল? খেতাবি যুদ্ধে এগিয়ে কারা?

Published By: Prasenjit DuttaPosted: 01:01 PM Jun 03, 2025Updated: 01:32 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু'টি দলই এতগুলি বছর আইপিএল ট্রফির প্রতীক্ষায়। মঙ্গলবার আইপিএল ফাইনালে (IPL 2025 Final) যে দল জিতবে, তাদের অপেক্ষার অবসান হবে। সেই কারণে এবারের আইপিএল ফাইনাল পেয়েছে নতুন এক মাত্রা। বহু বছর পর নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল। যে ফাইনালে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস (Punjab Kings) আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। খেতাবি লড়াইয়ে নামার আগে দুই শিবিরের শক্তি দুর্বলতার দিকগুলি দেখে নেওয়া যাক।

Advertisement

আরসিবি'র শক্তি হল দল হিসেবে তারা খুবই ধারাবাহিক। বলা চলে এটা বেঙ্গালুরুর অন্যতম ইউএসপি। তাছাড়াও রজত পাতিদারের দলের বিরাট কোহলি এবং ফিল সল্টের ওপেনিং জুটিও অসামান্য খেলছে। এই মরশুমে এখন পর্যন্ত ৬১৪ রান করেছেন কোহলি। সুতরাং বোঝাই যাচ্ছে, দারুণ ফর্মে রয়েছেন। অন্যদিকে, ১২ ম্যাচে ৩৮৭ রান রয়েছে আর-এক ওপেনার ফিল সল্টের।

তাছাড়াও আরসিবি'র ৬ জন ক্রিকেটারের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে। সেই ছয় ক্রিকেটার হলেন ফিল সল্ট (কেকেআর), ক্রুণাল পান্ডিয়া (এমআই), জশ হ্যাজেলউড (সিএসকে), ভুবনেশ্বর কুমার (এসআরএইচ), যশ দয়াল (জিটি) এবং সুয়াশ শর্মা (কেকেআর)। তাঁরা প্রত্যেকেই অন্যান্য দলের হয়ে শিরোপা জিতেছেন। অন্যদিকে, দর্শক সমর্থন একটা বড় শক্তি আরসিবি'র। খেলেটা আহমেদাবাদে হলেও কোহলির দলের জন্য স্টেডিয়ামে গলা ফাটাতে হাজির থাকবেন বহু। যা গোটা আরসিবি দলকে অনুপ্রেরণা জোগাবে। 

হ্যাজেলউড ফিরে আসায় বেঙ্গালুরুর পেস অ্যাটাক আরও শক্তিশালী হয়েছে। ভুবনেশ্বর কুমার, যশ দয়ালও নিজেদের উজাড় করে দিচ্ছেন। তবে আরসিবি'র অন্যতম দুর্বলতা তাদের স্পিন বিভাগ। দলে ক্রুণাল পাণ্ডিয়া এবং সুয়াশ শর্মার মতো স্পিনার থাকলেও দু'জনেই সেভাবে ধারাবাহিক নন। তবে, অতীতে একাধিকবার ফাইনালে উঠেও ব্যর্থতাই তাদের সঙ্গী থেকেছে। এই পরিসংখ্যান তাদের কিছুটা হলেও চিন্তায় রাখবে।

পাঞ্জাব কিংসের শক্তি তাদের অধিনায়কের ফর্ম। শ্রেয়স আইয়ার যেভাবে ব্যাটিং করছেন, তাতে যেকোনও দলই তাঁর বিরুদ্ধে চাপে থাকবে। আপাতত চলতি আইপিএলে ৬০৩ রান করেছেন তিনি। দলকে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন। তাছাড়াও তরুণ ব্যাটাররা ভালো ছন্দে রয়েছেন। পাঞ্জাব দলে স্টয়নিস, ওমরজাইয়ের মতো অলরাউন্ডারের উপস্থিতিও প্রীতি জিন্টার দলকে যথেষ্ট ব্যালান্স করেছে। যদিও পাঞ্জাবকে চিন্তায় রাখবে যুজবেন্দ্র চাহাল বড্ড ধারাবাহিকতাহীন। একটা হ্যাটট্রিক করলেও ১৩ ম্যাচে পেয়েছেন ১৫ উইকেট। ইকোনমি রেট ৯.৫৭। তাছাড়াও দলের অধিকাংশ ক্রিকেটারের বড় ম্যাচে খেলার অভিজ্ঞতার অভাবও পাঞ্জাবকে ভোগাতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবারের আইপিএল ফাইনাল পেয়েছে নতুন এক মাত্রা।
  • যে ফাইনালে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
  • খেতাবি লড়াইয়ে নামার আগে দুই শিবিরের শক্তি দুর্বলতার দিকগুলি দেখে নেওয়া যাক।
Advertisement