shono
Advertisement
IPL final

আরসিবির জার্সি পরে বিশেষ বার্তা কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর, মন্দির-দরগায় প্রার্থনায় ভক্তরা

ট্রফি ক্যাবিনেট শূন্য হলেও ভক্তদের ভালোবাসা আর সমর্থনের দিক থেকে আরসিবি বরাবরের চ্যাম্পিয়ন।
Published By: Anwesha AdhikaryPosted: 01:58 PM Jun 03, 2025Updated: 02:17 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছর অপেক্ষার পর আরসিবি ভক্তরা চাইছেন, এবার অন্তত সত্যি হোক 'ই সালা কাপ নামদে' ধ্বনি। তাই র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাপজয়ের আশায় সর্বশক্তিমানের দ্বারস্থ হয়েছেন ভক্তকুল। কেউ আরসিবির জার্সি নিয়ে আস্থার ডুব দিচ্ছেন, কেউ বা পুজো দিচ্ছেন, কেউ দরগায় গিয়ে প্রার্থনা করছেন। ধর্মবর্ণ নির্বিশেষে সকলের একটাই প্রার্থনা, এবার অন্তত আইপিএল আসুক আরসিবিতে। সেই প্রার্থনায় শামিল কর্নাটকের উপমুখ্যমন্ত্রীও। 

Advertisement

ট্রফি ক্যাবিনেট শূন্য হলেও ভক্তদের ভালোবাসা আর সমর্থনের দিক থেকে আরসিবি বরাবরের চ্যাম্পিয়ন। শুধুমাত্র ইনস্টাগ্রামের হিসেব বলছে, ফলোয়ার সংখ্যা ২ কোটির সামান্য বেশি। এ নেহাতই কাগুজে হিসেব। সংখ্যা দিয়ে ভক্তদের মাতামাতি বিচার করাটা বাতুলতামাত্র। প্রতিটা মরশুম, প্রতিটা ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে লাল-কালো জার্সির জোয়ার থেকে কে বলবে, উন্মাদনায় কমতি আছে? স্লোগান ওঠে, ‘ই সালা কাপ নামদে’। আর প্রতিবছরই মরশুম শেষ হয় হতাশা দিয়ে।

কিন্তু সেই হতাশার পুনরাবৃত্তি আর সহ্য করতে চাইছেন না আরসিবি ভক্তরা। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিও থেকে দেখা যাচ্ছে, মন্দিরের সিঁড়িতে হাঁটু গেড়ে উঠছেন আরসিবি ভক্তরা। পুজো দিচ্ছেন বিরাট কোহলি, রজত পাতিদারদের জয় চেয়ে। কর্নাটকের একাধিক বিখ্যাত মন্দিরে ভিড় জমিয়েছেন আরসিবি ভক্তরা। বেশ কিছু দরগাতেও আরসিবির নামে প্রার্থনা চলছে।

বিরাটদের সমর্থনে গলা ফাটাচ্ছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও। ফাইনালের দিন সকালে আরসিবি জার্সি পরে একটি ভিডি পোস্ট করেন তিনি। তাঁর বার্তা, 'গত ১৮ বছর ধরে এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আমাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনাল খেলতে নামবে। আমরা সবাই দলের সঙ্গে আছি, গোটা কর্নাটক তোমাদের সঙ্গে রয়েছে। ছেলেরা তোমরা যাও, ট্রফিটা এবার ঘরে নিয়ে এসো।' ফাইনাল উপলক্ষে কার্যত সেজে উঠেছে গোটার কর্নাটক। দলের পাশে থাকার বার্তা দিয়েছে সেরাজ্যের সরকার। অবশেষ অপেক্ষার অবসান হবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেউ আরসিবির জার্সি নিয়ে আস্থার ডুব দিচ্ছেন, কেউ বা পুজো দিচ্ছেন, কেউ দরগায় গিয়ে প্রার্থনা করছেন।
  • কর্নাটকের একাধিক বিখ্যাত মন্দিরে ভিড় জমিয়েছেন আরসিবি ভক্তরা। বেশ কিছু দরগাতেও আরসিবির নামে প্রার্থনা চলছে।
  • ফাইনাল উপলক্ষে কার্যত সেজে উঠেছে গোটার কর্নাটক। দলের পাশে থাকার বার্তা দিয়েছে সেরাজ্যের সরকার।
Advertisement