shono
Advertisement

Breaking News

ODI World Cup 2023: কিউয়ি বধে পিচ বদলাচ্ছে ভারত! বিতর্ক উড়িয়ে আইসিসি জানাল অসঙ্গতি নেই বাইশ গজে

পিচ বিতর্কে জল ঢালল আইসিসি।
Posted: 01:56 PM Nov 15, 2023Updated: 06:34 PM Nov 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালের বল গড়ানোর আগেই পিচ নিয়ে তৈরি হয় মহাবিতর্ক। আর বিতর্কের কেন্দ্রে ভারত। আঙুল উঠল তাদের দিকেই। আইসিসি যে পিচ বেছে নিয়েছিল, সেই পিচই নাকি বদলে দিয়েছে ভারত। এমনটাই অভিযোগ। বিতর্ক এতটাই মাথাচাড়া দিয়েছে যে ব্যাট হাতে নেমে পড়তে হল আইসিসি-কে। জানিয়ে দিল, পিচ নিয়ে কোনও অসঙ্গতি নেই। নতুন পিচ দিতে হবে এমন কোনও নির্দেশিকাও নেই।

Advertisement

 

[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর! ওয়াংখেড়েতে বেকহ্যাম, শচীনের সঙ্গে মাতলেন আড্ডায়]

তবে আইসিসি পিচ-বিতর্কে নামার আগে জল অনেকদূর গড়িয়েছিল।
যে পিচে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল হওয়ার কথা ছিল, সেই পিচে নাকি খেলা হবে না। আইসিসি-কে এই মর্মে চিঠিও দেন আইসিসি-র পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন। আইসিসি যে পিচ বেছে দিয়েছে বিশ্বকাপ সেমিফাইনালের জন্য, সেই পিচই বদলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। আর এই বিতর্ক নিয়ে যখন উত্তাল ক্রিকেটমহল, তখনই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিল, পিচ নিয়ে কোনও বিতর্ক নেই। পিচ নিয়ে কোনও অসঙ্গতিও নেই। এমনকী নতুন পিচ দিতে হবে, এমন কোনও নিয়মও নেই। 

[আরও পড়ুন: সেমি যুদ্ধের ওয়াংখেড়েতে নাশকতার ছায়া! বাড়ল নিরাপত্তা]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার