সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) আগুন ঝরাচ্ছেন ভারতের পেসাররা। স্পিনার কুলদীপ যাদবও (Kuldeep Yadav) বলকে কথা বলাচ্ছেন।
বুধবারের সেমিফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড। কুলদীপ কি কিউয়ি শিবিরে ত্রাসের কারণ হয়ে ধরা দেবেন?
ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) কিউয়ি তারকাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। বোলিং যতই কঠিন হোক, কেন উইলিয়ামনসকে ঝামেলায় ফেলা কঠিন হবে বলেই মনে করেন লিটল মাস্টার। সানি বলছেন, ”কেন উইলিয়ামসন গ্রেট প্লেয়ার। দীর্ঘ সময় পরে ফিরলেও রানের মধ্যেই রয়েছে উইলিয়ামসন।”
[আরও পড়ুন: বোলিংয়ের সঙ্গে অনলাইন ফুড ডেলিভারিতেও ঝড় তুলছেন কুলদীপ!]
তিন ম্যাচে ১৮৭ রান নিউজিল্যান্ড তারকার। গড় প্রায় ৯৩.৫০। উইলিয়ামসনের ব্যাটিং কৌশল প্রসঙ্গে সানির বক্তব্য, ”ওর পা বেশ ভালো নড়াচড়া করে। বল বাঁক নিচ্ছে, স্পিন করছে দেখলেই এগিয়ে গিয়ে তার মোকাবিলা করতে সিদ্ধহস্ত উইলিয়ামসন। ক্রিজের ব্যবহারও বেশ ভালোই করে। কুলদীপকে খেলতে উইলিয়ামসনের সমস্যা হবে বলে মনে হয় না। কুলদীপকে কীভাবে খেলতে হবে, তা জানা ওর।”
বিশ্বের বিভিন্ন বোলারদের সামলাতে দক্ষ উইলিয়ামসন। মাঠের ভিতরে মাথা ঠান্ডা রেখে ব্যাট করেন তিনি। মুখে লেগে থাকে হাসি। ধুমধারাক্কা ব্যাট চালান না। ব্যাকরণ বহির্ভূত শটও বেশি খেলেন না উইলিয়ামসন। গাভাসকর বলছেন, ”কেন উইলিয়ামসন মাঠের বিভিন্ন প্রান্তে বল পাঠিয়ে সিঙ্গলস নিতে পারে। ছ বলে ছ রান কোনও মতেই খারাপ নয়। দুর্বল বল পেলে পত্রপাঠ তা বাউন্ডারিতে পাঠিয়ে দিতে পারে।”
গাভাসকর যা বলতে চাইছেন, তা হল, ঝুঁকি না নিয়ে উইলিয়ামসন রান তুলতে দক্ষ। ভারতীয় বোলাররাও যে কুলদীপের বিরুদ্ধে হোমওয়ার্ক করেই খেলতে নামবেন, তা বলাই বাহুল্য।