সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের যুদ্ধে নামার আগে কিউয়িদের সমীহ করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ধরমশালায় কিউয়িদের হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে সেটা ছিল গ্রুপ পর্বের। সেমিফাইনাল অন্য যুদ্ধ। একবার পা হড়কালেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। রোহিত-ব্রিগেড জানেন তা। সেই কারণেই সতর্ক টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত অপরাজিত ভারত। তবুও রোহিত-ব্রিগেডের শরীরী ভাষায় অহং প্রকাশিত হচ্ছে না। সাংবাদিক বৈঠকে রোহিত ব্ল্যাক ক্যাপসদের প্রশংসা করে গেলেন।
[আরও পড়ুন: কুলদীপ-ঘূর্ণি সামলাতে জানেন উইলিয়ামসন, শেষ চারের আগে সতর্কবার্তা সানির]
২০১৯ বিশ্বকাপের শেষ চারে ভারত মুখোমুখি হয়েছিল এই কিউয়িদেরই। ট্রেন্ট বোল্টের শুরুর স্পেল ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেয়। মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা মরিয়া লড়াই করেছিলেন ঠিকই। কিন্তু শেষরক্ষা আর হয়নি। এবারের সেমিফাইনালে নামার আগে নিউজিল্যান্ড প্রসঙ্গে রোহিত বলছেন, ”নিউজিল্যান্ডের বিরুদ্ধে যতবার আমাদের দেখা হয়েছে, ততবারই ওদের শৃঙ্খলাপরায়ণ একটা দল বলে মনে হয়েছে। প্রতিপক্ষের মানসিকতা খুব ভালো বুঝতে পারে কিউয়িরা। আমি বলব, সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ দল।” ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল নিউজিল্যান্ড। চার বছর পরের বিশ্বকাপেও অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি তাঁরা। বুধবার অবশ্য অন্য এক লড়াই। সেই যুদ্ধের জন্য তৈরি দেশ। রোহিতরাও তৈরি।