সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে ভারতের অশ্বমেধের ঘোড়া ছুটছে। ধারাবাহিক ভাবে নটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া (Team India)। গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে উইকেট নেন বিরাট কোহলি (Virat Kohli)।
বিরাটের উইকেট নেওয়া দেখে ভারতের বোলিং কোচ পরশ মাম্বরে দারুণ খুশি হয়েছেন। নক আউট পর্বে ডেথ ওভারে কোহলির হাতে বল তুলে দিতে চান তিনি। নিজের এই চিন্তাভাবনার কথা পরশ মাম্বরে জানিয়েছেন টিম ম্যানেজমেন্টকেও।
[আরও পড়ুন: পেন কিলার খেয়ে শতরান! আনটোল্ড স্টোরি সামনে আনলেন শ্রেয়স আইয়ার]
নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেটটি নেন কোহলি। এটাই তাঁর প্রথম বিশ্বকাপ-উইকেট। যে ডেলিভারিতে স্কট এডওয়ার্ডসকে ফেরান কোহলি, তাতে বিষ ছিল না। কোহলির ‘রং ফুটেড ইনসুইংগার’ পড়তে পারেননি স্কট। উইকেটের পিছনে দাঁড়ানো লোকেশ রাহুল তালুবন্দি করেন।
কোহলির বোলিং নিয়ে মাম্বরে বলেছেন, ”দারুণ সেট আপ ছিল। বিরাট উইকেট নিচ্ছে, এই দৃশ্য দেখতেও ভালো লাগে। ডেলিভারি করার আগে ফাইন লেগ একটু সাজিয়ে নেয় কোহলি। তার পরে লোকেশ রাহুলের দিকে তাকিয়ে স্থির করে নেয়, বলটা কোন জায়গায় ফেলবে। নক আউটে বিরাটকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে রোহিতের সঙ্গে আলোচনা করেছি।”
ভারতের বোলিং কোচ ডেথ ওভারে কোহলিকে ব্যবহার করতে চান। কারণ বিরাটের হাতে একাধিক অস্ত্র রয়েছে। সেই অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ব্যাটারকে ঘায়েল করতে পারবেন কোহলি বলেই বিশ্বাস করেন মাম্বরে। ভারতের বোলিং কোচ বলেছেন, ”আমরা ওকে ডেথ ওভারে ব্যবহার করতে চাই। ডান হাতি ব্যাটারদের ঝামেলায় ফেলার জন্য কোহলির হাতে বিপজ্জনক ইয়র্কার রয়েছে। যে কোনও ব্যাটসম্যান সমস্যায় পড়বে।”
[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই অধিনায়কত্ব ফিরে পেলেন বিরাট! কিন্তু কীভাবে?]