সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) নক আউটে তাঁদের ব্যাট কথা বলে না। এতদিন পর্যন্ত পরিসংখ্যান সেরকমই বলছিল। বুধবারের সেমিফাইনালে অন্য এক ইতিহাস লেখা হল। বলা ভালো ইতিহাসের অভিমুখও বদলে ফেললেন দুজন।
তাঁরা দেশের হৃদস্পন্দন। দেশের শ্বাসপ্রশ্বাসে তাঁরা। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্বকাপের সেমিফাইনালে দুই তারকাই রান পেলেন। রোহিত (৪৭) অল্পের জন্য অর্ধ শতরান পেলেন না। আর বিরাট কোহলি তো নজিরই গড়ে ফেললেন। ক্রিকেট ঈশ্বরের আপনভূমিতেই সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে নতুন অধীশ্বর হলেন বিরাট (১১৭)। অবশেষে শাপমুক্তি ঘটল নক আউটে এসে। বদনামও ঘুচিয়ে গেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বুধবারের পর থেকে কেউ আর বলবেন না সেমিফাইনাল মানেই ব্যর্থতা সঙ্গী।
[আরও পড়ুন: ‘রাউডি’ রোহিতের ব্যাটিং দেখে এ কী মন্তব্য! হর্ষ ভোগলেকে নিয়ে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া]
১২ বছর আগে এই ওয়াংখেড়েতেই বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। সেবার রোহিত শর্মা ভারতীয় দলে ছিলেন না। বিরাট কোহলি ছিলেন। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি মাত্র ৯ রানে ফিরে যান প্যাভিলিয়নে।
চার বছর পরে ২০১৫-র বিশ্বকাপে কোহলি হয়ে ওঠেন দেশের প্রাণভোমরা। মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাটিংয়ের ‘তুরুপের তাস’। কোহলির চওড়া ব্যাট গর্জে উঠলেই ভারত জিতবে, এমন একটা ধারণা তৈরি হয়ে যায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপ সেমিফাইনালেও কোহলি ব্যর্থ হন। মাত্র এক রানে জনসন তুলে নেন কোহলিকে। রোহিতও বেশি দূর এগোতে পারেননি। ৩৪ রান করার পরে জনসনের ঘাতক ডেলিভারির কাছে নতিস্বীকার করেন মুম্বইকর। অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ ৩২৮ রান তাড়া করতে নেমে ভারত থেমে যায় ২৩৩ রানে।
২০১৯-এর বিশ্বকাপে রোহিত শর্মা পাঁচ-পাঁচটি সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছিলেন। প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন ‘হিটম্যান’। কিন্তু আসল সময়ে রোহিত শর্মার ‘রথ’ থেমে যায়। শেষ চারের লড়াইয়ে কিউয়িদের বিরুদ্ধে মাত্র ১ রানে ফিরতে হয় রোহিতকে। অধিনায়ক কোহলিও ১ রানে এলবিডব্লিউ হন ট্রেন্ট বোল্টের ডেলিভারিতে। আগের নকআউট গুলোতে রান না পাওয়ার প্রায়শ্চিত্ত যেন ইতিহাসের ওয়াংখেড়েতেই করে গেলেন রোহিত-বিরাট।