সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জয়ের রাস্তায় ফিরল অস্ট্রেলিয়া (Australia)। প্রথম দুম্যাচে হারের পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে অজিরা। দ্বীপরাষ্ট্র প্রথমে ব্যাট করে ২০৯ রান তোলে। অজিরা দ্রুতগতিতে রান তুলতে শুরু করে।
মিচেল মার্শ ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন। উল্লেখ্য মিচেল মার্শ প্রাক্তন ক্রিকেটার জিওফ মার্শের ছেলে। একসময়ে সুনীল গাভাসকরও (Sunil Gavaskar) তাঁর সঙ্গে খেলেছেন। বাবা খেলতেন রক্ষণাত্মক ভঙ্গিতে। তিনিও ওপেন করতেন ডেভিড বুনের সঙ্গে। গাভাসকর সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে জিওফ মার্শের ছেলেকে জিজ্ঞাসা করেন, ”তোমার বাবা কি তোমাকে ডিফেন্সিভ শট খেলতে শেখায়নি? তুমি চালিয়ে খেলো শুরু থেকেই।”
[আরও পড়ুন: ভারতের কাছে লজ্জার হারের পর আরও ব্যাকফুটে মিকি আর্থার! কিন্তু কীভাবে?]
বাবা ও ছেলের ব্যাটিংয়ের মধ্যে জমিন-আসমান পার্থক্য। জিওফ মার্শের স্ট্রাইক রেট ৫৫.৩৩। খেলেছেন ১১৭টি ওয়ানডে। সেখানে ছেলের স্ট্রাইক রেট ৯৩.৮৫। গাভাসকরের প্রশ্ন জবাবে মিচেল মার্শ বলেন, ”বলতে পারেন বাবার খারাপ স্ট্রাইক রেট আমি মেরামত করছি।”
ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, বহু কাঙ্খিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয় অস্ট্রেলিয়াকে পরের ম্যাচগুলোর ( ODI World Cup 2023) আগে আত্মবিশ্বাস জুগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।