সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরাশির কপিলকে মনে করালেন ট্রাভিস হেড! ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে ক্য়ারিবিয়ান কিংবদন্তি রিচার্ডসের ক্যাচ দৌড়ে ধরেছিলেন ভারত অধিনায়ক। ক্যাচটি ধরার সময়ে এক মুহূর্তের জন্যও বল থেকে নজর সরাননি কপিল। রিচার্ডসের ওই ক্যাচ ধরে কপিল ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন। প্রবল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিরাশিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
আহমেদাবাদের ফাইনালে রোহিত শর্মার ক্যাচ প্রায় একই ভাবে ধরলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ভারত অধিনায়ক রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেন। ৪৭ রানে ম্যাক্সওয়েলকে মারতে গিয়ে সময়ের গন্ডগোলে বল তুলে দেন আকাশে। ট্রাভিস হেড কভার পয়েন্ট থেকে দৌড়ে রোহিতের ক্যাচটি ধরেন। তাঁর এই ক্যাচ দেখে অনেকেই বলতে শুরু করেছেন, এটাই কি বিশ্বকাপের সেরা ক্যাচ? অস্ট্রেলিয়ার ফিল্ডাররা কিন্তু ফাইনালে প্রথম থেকেই দুরন্ত ফিল্ডিং করেছে। প্রায় চল্লিশের মতো রান বাঁচিয়েছেন অজি ফিল্ডাররা।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: বিরাটকে নিজের শেষ ওয়ানডে ম্যাচের জার্সি উপহার শচীন, ফের বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ মাস্টার ব্লাস্টার]
সেরা ক্যাচ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। চর্চা চলতেই পারে। হতে পারে বিতর্কও। হেডের অসম্ভব সুন্দর ক্যাচটা ম্যাচের উপরে কতটা প্রভাব ফেলবে তা বলবে সময়। তবে দুরন্ত ক্যাচে রোহিতকে ফেরানোর পরে ভারতীয় দলের রান তোলার গতি কিছুটা হলেও কমে যায়। রোহিতের অবশ্য এমন ‘যুদ্ধং দেহি ‘ মেজাজে ব্যাটিং নতুন কিছু নয়। তিনি অনেক আগেই বলে রেখেছিলেন, শুরু থেকে তিনি বিধ্বংসী মেজাজে ব্যাট করবেন। তাতে ইনিংস দীর্ঘায়িত হলে হবে। না হলে হবে না। বিশ্বকাপে একাধিক ম্যাচে পঞ্চাশ মাঠে ফেলে রেখেছেন রোহিত। ফাইনালেও তাই হল। হেড মনে করিয়ে দিলেন চল্লিশ বছর আগের ফাইনাল। মনে করিয়ে দিলেন কপিলদেবের দুরন্ত ক্যাচকে।