shono
Advertisement

মন্দির তৈরির চাঁদা দিতে পারেনি দলিত যুবক, থুতু ছিটিয়ে নাকখত দিতে বাধ্য করল ‘সরপঞ্চ’

পুলিশের বিরুদ্ধে শুরুতে FIR না নেওয়ার অভিযোগ।
Posted: 07:52 PM Apr 21, 2022Updated: 08:10 PM Apr 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ নেই। দু’বেলা খাবার জোটানোই দুঃসাধ্য ব্যাপার। তার উপর আবার গ্রামে মন্দির তৈরির জন্য ৫০০ টাকা চাঁদা চেয়ে বসল সরপঞ্চ। দিতে পারেননি দলিত যুবক। যার ‘শাস্তিস্বরূপ’ খাপ পঞ্চায়েত বসিয়ে ওই দলিত যুবককে থুতু ছিটিয়ে নাকখত দেওয়ানো হল। হেনস্তা করা হল। ঘটনাটি ওড়িশার (Odisha) কেন্দ্রপাড়া জেলার তিখরি নামের এক গ্রামের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার তিখরি গ্রামের এক দলিত যুবকের সঙ্গে এই লজ্জাজনক কাণ্ডটি করা হয়েছে। ওই নির্যাতিত যুবক নিজের সামান্য সংস্থান থেকে গ্রামের পুজোয় মূর্তি কেনার জন্য চাঁদা দিয়েছিলেন। তার উপর আবার মন্দির তৈরির জন্য ৫০০ টাকার চাঁদা চায় স্থানীয় সরপঞ্চ চামেলি ওঝা। ওই দলিত যুবক জানিয়ে দেন, দিন কয়েক আগেই তিনি পুজোর চাঁদা দিয়েছেন। তাই তাঁর পক্ষে মন্দির তৈরির টাকা দেওয়া অসম্ভব। কিন্তু ওই সরপঞ্চ তাঁকে জোর করতে থাকে। শুরু হয় কথা কাটাকাটি এবং বচসা।

[আরও পড়ুন: ‘বিচারব্যবস্থাকে জ্ঞান দিতে আসবেন না’, আবু সালেম মামলায় কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের]

অভিযোগ, সেই বচসার পরই দলিত যুবকের বিরুদ্ধে খাপ পঞ্চায়েত বসায় অভিযুক্ত সরপঞ্চ। একতরফা বিচার করে নিদান দেওয়া হয়, নিজেই থুতু ছিটিয়ে তার উপর নাকখত দিতে হবে ওই দলিত যুবককে। সেই মতো গ্রামবাসীরা জোর করে ওই ঘৃণ্য কাজটি তাঁকে করতে বাধ্যও করেন। কোনওরকম কোনও প্রতিবাদ কেউ করেননি। আশ্চর্যের বিষয় হল, গোটা ঘটনা ঘটে গিয়েছে অথচ স্থানীয় পুলিশ প্রশাসন টের পর্যন্ত পায়নি।

[আরও পড়ুন: কংগ্রেসকে শেষ হতে দেওয়া যায় না, যত দিন দেশ থাকবে, কংগ্রেস থাকবে: প্রশান্ত কিশোর]

লাঞ্ছিত এবং অপমানিত ওই যুবক থানায় অভিযোগ দায়ের করতে গেলেও সেই অভিযোগ সঙ্গে সঙ্গে নেওয়া হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রথমে পুলিশ FIR নিতে অস্বীকারও করে। রবিবার থেকে টানা অভিযোগ জানানোর দাবি জানিয়ে আসছেন ওই দলিত যুবক। শেষে মঙ্গলবার গিয়ে অভিযোগ নিয়েছে পুলিশ। যদিও পুলিশের দাবি, এই ঘটনায় ইতিমধ্যেই ৬০ জনের বয়ান রেকর্ড হয়েছে। কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement