ওড়িশা এফসি: ২ (দিয়েগো মৌরিসিও, ইসাক)
কেরালা ব্লাস্টার্স: ১ (সারনিচ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের (ISL) লিগ পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শুরু হয়ে গিয়েছে প্লে অফের যুদ্ধ। যে জিতবে তার সামনে খুলে যাবে সেমিফাইনালের দরজা। মরণবাঁচন সেই দ্বন্দ্বে জ্বলে উঠলেন রয় কৃষ্ণ (Roy Krishna)। তাঁর দুটি অ্যাসিস্টই শেষ পর্যন্ত ফারাক গড়ে দিল। ঘরের মাঠে দুরন্ত কামব্যাক ওড়িশার। কলিঙ্গ স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) ২-১ গোলে পরাজিত হল ওড়িশা এফসি (Odisha Fc)। সের্জিও লোবেরার দলের হয়ে গোল করলেন দিয়েগো মৌরিসিও আর ইসাক। কেরালার হয়ে একমাত্র গোল সারনিচের। সেমিফাইনালে ওড়িশার সামনে লিগ শিল্ড জয়ী মোহনবাগান।
চেনা মাঠে, চেনা সমর্থকদের সামনে দাপটের সঙ্গেই শুরু করেছিল সের্জিও লোবেরার দল। কেরালার গোলের সামনে একের পর এক সুযোগ তৈরি করছিলেন রয় কৃষ্ণরা। ২৮ মিনিটে গোলের মুখ খুলেও গিয়েছিল। কর্নার থেকে ফিরে আসা বল আলতো টোকায় গোলে ঢুকিয়ে দেন ওড়িশা ডিফেন্ডার মোর্তাদা ফল। রেফারি প্রথমে গোলের সংকেতও দিয়ে দেন। কিন্তু সহকারী রেফারির সঙ্গে কথা বলে অফসাইডের সিদ্ধান্ত নেন রেফারি। তার পরও ক্রমাগত আক্রমণ শানিয়ে যায় জাগেরনটরা। যদিও প্রথমার্ধে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।
[আরও পড়ুন: দুবাইয়ের প্রবল বৃষ্টিতে বন্দি, অলিম্পিক কোয়ালিফায়ারে নামা হল না দুই ভারতীয় কুস্তিগিরের]
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারত ওড়িশা। কেরালা গোলকিপার লারা শর্মা আর ডিফেন্ডার হরমিপামের সাহায্যে কোনও রকমে বেঁচে যায় কেরালা। ৬৬ মিনিটে অবধারিত গোল বাঁচান লারা। পরের মিনিটেই ম্যাচের গতির প্রায় বিপরীতে গিয়ে কেরালাকে এগিয়ে দেন সারনিচ। কেরালার মিডফিল্ডার আইমেনের বাড়ানো বল পুরো ওড়িশা ডিফেন্সকে বোকা বানিয়ে দেয়। ঠান্ডা মাথায় সেই বল জালে জড়িয়ে দেন সারনিচ। তার পরও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কেরালা। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ান অমরিন্দর সিং। ম্যাচ যখন প্রায় কেরালার পকেটে, তখনই সমতা ফেরান ওড়িশার দিয়েগো মৌরিসিও। ডান দিক থেকে ভাসানো বল একেবারে গোলের সামনে সাজিয়ে দিয়েছিলেন বহু যুদ্ধের সৈনিক রয় কৃষ্ণ।
[আরও পড়ুন: ‘স্যর, আমাদের হারিয়ে দিয়ে যান’, ধোনি আবেগের ঢেউ লখনউয়ে]
অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর আগেই কেরালা কোচ ভুকামানোভিচ নামিয়ে দিতে বাধ্য হন সদ্য চোট থেকে ফিরে আসা আদ্রিয়ান লুনাকে। অন্যদিকে চোট পেয়ে বেরিয়ে যান গোলকিপার লারা শর্মাও। সেই সুযোগ নিতে ছাড়েনি ওড়িশা। ৯৮ মিনিটে দ্বিতীয় গোল করলেন ইসাক। এবারও কারিগর সেই কৃষ্ণ। যেন প্রথম গোলটিরই কপি-পেস্ট। কেরালাকে ২-১ গোলে হারিয়ে এবার তাদের সামনে লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ফাইনালে উঠতে হলে পুরনো ক্লাবের বিরুদ্ধে ফের নিজেকে প্রমাণ করতে হবে রয় কৃষ্ণকে।