shono
Advertisement

Breaking News

ব্যাংকে গ্রাহকের সশরীরে হাজিরা চাই, খাটিয়ায় চাপিয়ে শতায়ু মাকে টেনে নিয়ে গেলেন মেয়ে

ওড়িশার এই ছবি দেখে শিউড়ে উঠছেন নেটিজেনরা। The post ব্যাংকে গ্রাহকের সশরীরে হাজিরা চাই, খাটিয়ায় চাপিয়ে শতায়ু মাকে টেনে নিয়ে গেলেন মেয়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 PM Jun 14, 2020Updated: 09:05 PM Jun 14, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক! পেনশনের টাকা তুলতে শতায়ু শয্যাশায়ী মাকে খাটিয়া সমেত ব্যাংকে টেনে নিয়ে গেলেন মেয়ে। কারণ, ব্যাংক ম্যানেজার অ্যাকাউন্টের মালিকের সশরীরে হাজিরা চেয়েছিলেন। মেয়ের কাকুতিমিনতি সত্বেও ম্যানেজারের মন গলেনি। তাই অগত্যা শতায়ু মাকে খাটিয়ায় চাপিয়ে টানতে টানতে হাসপাতালে হাজির করলেন মেয়ে। ওড়িশার নৌপাড়া এলাকার ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে গিয়েছে। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা কালেক্টর। তাঁর দাবি, ম্যানেজার পরের দিন ওই মহিলার বাড়িতে গিয়ে ভেরিফাই করতে চেয়েছিলেন। কিন্তু অপেক্ষা করতে চাননি ওই মহিলা।

Advertisement

টানা আট সপ্তাহ দেশে লকডাউন চলেছে। বন্ধ সমস্ত কাজকর্ম। এখনও বহু এলাকায় লকডাউন কার্যকর করা রয়েছে। ফলে অনেক জায়গায় এখনও কাজকর্ম বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে দরিদ্র মহিলাদের জনধন যোজনার অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেই টাকা তুলতে গিয়েই যত বিপত্তি। ওড়িশার নৌপাড়ার বারগাঁও গ্রামের ঘটনা।

[আরও পড়ুন : পাক অধিকৃত কাশ্মীর দ্রুত ভারতের অংশ হবে, ভারচুয়াল সভায় দাবি রাজনাথ সিংয়ের]

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক ৬০ বছরের মহিলা পুঞ্জমতী দেই তাঁর শতায়ু মায়ের খাটিয়া টানতে টানতে নিয়ে যাচ্ছে। খোঁজ খবর নিতে গিয়ে দেখা যায়, ৯ জুন উতকল গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখায় গিয়েছিলেন পুঞ্জমতীদেবী। সেখানে তাঁর মায়ের অ্যাকাউন্ট রয়েছে। দেড় হাজার টাকা তুলতে গিয়ে বিপত্তি বাঁধে। ব্যাংক ম্যানেজার জানান, যাঁর অ্যাকাউন্ট তাঁকেই আসতে হবে। নয়তো টাকা মিলবে না। এরপরই মাকে টানতে টানতে ব্যাংকে নিয়ে আসেন পুঞ্জমতী দেবী।

যদিও প্রশাসনের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, একা ম্যানেজার ব্যাংকটি চালান। তাঁর পক্ষে সেদিনই বাড়ি গিয়ে ভেরিফিকেশান করা সম্ভব ছিল না। পরের দিন যাবেন বলেছিলেন। কিন্তু পুঞ্জমতীদেবীর তর সয়নি।

[আরও পড়ুন : নভেম্বরে দেশে সর্বাধিক হবে করোনা সংক্রমণের হার, অপ্রতুল হতে পারে চিকিৎসা সামগ্রীও]

The post ব্যাংকে গ্রাহকের সশরীরে হাজিরা চাই, খাটিয়ায় চাপিয়ে শতায়ু মাকে টেনে নিয়ে গেলেন মেয়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement