দেবব্রত মণ্ডল, বারুইপুর: সমাজের নিয়মকে বুড়ো আঙুল! মন্দিরে পরিবারের উপস্থিতিতে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে সাত পাকে বাঁধা পড়লেন ২ তরুণী। সিঁদুরদানের মাধ্যমে অঙ্গীকার করছেন আজীবন সঙ্গে থাকা। বিয়ের পর দম্পতি বললেন, "মহিলা তাতে কোনও সমস্যা নেই। আজীবন একসঙ্গে থাকব।"
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা রিয়া সরদার। বকুলতলার বাসিন্দা রাখি নস্কর। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছেন রিয়া। দু'জনেই পেশায় নৃত্যশিল্পী। ফোনেই পরিচয় তাঁদের। ধীরে কথাবার্তা বাড়তে বাড়তে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রিয়া ও রাখি। সিদ্ধান্ত নেন সারাজীবন একসঙ্গে থাকার। সেই মতো বাড়িতে জানান তাঁরা। প্রথমে ২ জনের পরিবারই মেনে নেয় বলেই খবর। কিন্তু রিয়ার পরিবার পরবর্তীতে বেঁকে বসে।
এরপরই বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন। রাখির বাড়িতে গিয়ে ওঠেন তিনি। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই পরিবারের তরফেই তাঁদের বিয়ের আয়োজন করা হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী। তাঁদের কথায়, "ভালোবাসাই মূল। এখানে ছেলে-মেয়ে কোনও বিষয় নয়। আমরা সারাজীবন একসঙ্গেই থাকব।"
