shono
Advertisement
Pet Restaurant

রেস্তরাঁয় বসে বাহারি খাবার খাবে পোষ্যরা! উদযাপন করবে জন্মদিনও, কোথায় অভিনব উদ্যোগ?

ওদের মেনুতে থাকছে কী কী?
Published By: Tiyasha SarkarPosted: 02:37 PM Oct 20, 2025Updated: 02:39 PM Oct 20, 2025

অর্ক দে, বর্ধমান: উৎসবের মরশুম মানেই ঘোরাফেরা, রেস্তরাঁয় খাওয়াদাওয়া। কলকাতার বাসিন্দা হলে অন্য কথা, কিন্তু জেলার ক্ষেত্রে যাদের বাড়ি চারপেয়ে সন্তান রয়েছে, তাঁদের ব্যাপারটা একটু অন্যরকম। কারণ, ওদের নিয়ে যাওয়ার উপায় নেই। আর ওদের বাড়িতে রেখে আনন্দ করতে কারই বা মন চায়! তাই যাবতীয় প্ল্যানিং করতে হয় বাড়িতেই। সেকথা মাথায় রেখেই বর্ধমানে চালু হল এক অভিনব রেস্তরাঁ। একই ছাদেরতলায় পরিবারের পাশাপাশি রয়েছে পোষ্যদের রেস্তোঁরাও। সেখানে আয়োজন করা যাবে পোষ্যদের জন্মদিন-সহ যে কোনও অনুষ্ঠানের।

Advertisement

বর্ধমানের রেস্তরাঁয় সারমেয়র জন্মদিন উদযাপন।

এই উদ্যোগের নেপথ্যে বর্ধমানের মুচিপাড়া এলাকার 'পেট ম্যানসন'। কিন্তু কেন এই ভাবনা? রেস্তরাঁ কর্তৃপক্ষের যুক্তি, শহরের অধিকাংশ বাড়িতেই কোনও না কোনও পোষ্য রয়েছে। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের কাছে তাঁরা সন্তানতুল্য। কিন্তু, উৎসব-অনুষ্ঠানে বা এমনিতেও রেস্তরাঁয় খেতে গেলে বাড়ির আর পাঁচটা সদস্যদের মতো পোষ্যকে নিয়ে যাওয়া যায় না। কারণ বর্ধমানের কোনও রেস্তরাঁতেই পোষ্যদের নিয়ে যাওয়ার মত পরিবেশ ছিল না। শুধু তাই নয়, পোষ্যদের নিয়ে গেলেও তাঁদের খাওয়ার জন্য কোনও ব্যবস্থা সেখানে ছিল না। সেই সমস্যা সমাধানেই এই বিশেষ রেস্তরাঁ খোলার ভাবনা।

বর্ধমানের রেস্তরাঁয় সারমেয়র জন্মদিন উদযাপন।

জানা গিয়েছে, বর্ধমানের বুকে এই 'পেট ম্যানসনে'র রেস্তরাঁয় পোষ্যদের জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন রয়েছে। তার মধ্যে রয়েছে, কেক, বিস্কুট, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, মকটেল-সহ আরও কত কী। শুধু তাই নয়, নির্দিষ্ট টেবিলে সুন্দরভাবে খাবার পরিবেশন করা হচ্ছে এই খাবার। তাই চাইলেই এবার চারপেয়ে সন্তানদের সঙ্গে নিয়ে আনন্দ উদযাপন করতে পারবেন সকলে।

রেস্তরাঁর কর্ণধার বৈশাখী চক্রবর্তী জানান, "এর আগে পোষ্যদের যাবতীয় চিকিৎসা ও অন্যান্য সরঞ্জাম যেমন পোশাক, বেল্ট-সহ নানাজিনিস তৈরি করতাম আমরা। পেট ফ্রেন্ডলি বা পোষ্যবান্ধব রেস্তোরা কয়েকটি থাকলেও, পোষ্যদের জন্য রেস্তরাঁর ব্যবস্থা এই প্রথম। খাওয়াদাওয়ার পাশাপাশি চিকিৎসা, গ্রুমিংয়ের ব্যবস্থাও রয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেস্তরাঁয় বসে বাহারি খাবার খাবে পোষ্যরা!
  • অভিনব উদ্যোগ বর্ধমানের এক রেস্তরাঁর।
  • বর্ধমানের বুকে এই 'পেট ম্যানসনে'র রেস্তরাঁয় পোষ্যদের জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন রয়েছে। তার মধ্যে রয়েছে, কেক, বিস্কুট, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, মকটেল-সহ আরও কত কী।
Advertisement