সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকীয় রাজহংস থেকে পাখিদের জগতে 'মিস্টার টার্মিনেটর'। 'গুন্ডামি'র জন্য শহর থেকে বার করে দেওয়া হল একটি হাঁসকে। এযাবৎ কালে 'দাদাগিরি'র জন্য কোনও হাঁসকে এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে মনে করতে পারছেন রাজহংসপ্রেমীরা।
আজব ঘটনাটি ইউনাইটেড কিংডমের একটি শহরের। ৯ মাস আগে স্থানীয় জলাশয়ে আসে একটি ব্ল্যাক সোয়ান বা কালো হাঁস। তার রাজকীয় রূপে মুগ্ধ হয় এলাকাবাসী। দেখতে ভিড়ও জমাতেন থাকেন স্থানীয়রা। কিন্তু বেশিদিন সেই 'সুখ' স্থায়ী হয়নি। ওই জলাশয়ে আগে থেকেই ছিল প্রায় ৩০টি সাদা রাজহংস। তারা এই 'উড়ে এসে জুড়ে বসা' কালো রাজহাসটিকে খুব স্বাভাবিকভাবেই পছন্দ করছিল না।
এদিকে আক্রমণাত্মক স্বভাবের হাঁসটি জলাশয়ে নিজের 'দাপট' বাড়ানোর চেষ্টা করতে থাকে। অন্য হাঁসগুলিকে মারতে থাকে বলে 'অভিযোগ'। কয়েকটিকে ডুবিয়ে মারারও চেষ্টা করে সে। বাধ্য হয়ে তাকে বন্দি করে অন্যত্র সরিয়ে নিয়ে যায় কর্তৃপক্ষ। নাম হয় 'মিস্টার টার্মিনেটর'।
সিরিল বেনিস ওই জলাশয়ে সাদা রাজ হাঁসদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। তিনি বলেন, "আমাদের মিস্টার টার্মিনেটরের সবচেয়ে অন্ধকার দিকটি ছিল সে আমাদের স্থায়ী বাসিন্দা হাঁসগুলির উপর হামলা করছিল। এতে পরিস্থিতি খারাপ হয়ে যায়। সে অঞ্চল দখলের চেষ্টা চালায়।" তিনি আরও জানিয়েছেন, অনেক আলোচনার পর, ওকে শহর থেকে অন্য জায়গায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বেনিস বলেন, "কালো রাজহাঁসটিকে অপসারণের প্রক্রিয়াটি সহজ ছিল না। আমার এখন কিছুটা খারাপ লাগছে। কিন্তু বাকি রাজহাঁসগুলি এখন জলাশয়ে শান্তিতে আছে।"
