সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে মানুষটির। এবার হঠাৎ যদি সেই মানুষটিকে আপনার ড্রয়িংরুমে দেখেন, ভূত দেখার মতো চমকে উঠবেনই! অনেকটা এরকমই ঘটনা ঘটল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ বুলগেরিয়ায়। দেশটির প্রথম ডিভিশনের এক ক্লাবের সৌজন্যে এ নিয়ে রীতিমতো হাসির হিড়িক। তবে, হাসির মনে হলেও ব্যাপারটা কিন্তু বেশ গম্ভীর।

দক্ষিণ বুলগেরিয়ার কার্দজালি শহরে রোববারের ঘটনা। প্রথম ডিভিশনের একটি ম্যাচে এফসি আরদা কার্দজালি মুখোমুখি লেভস্কি সোফিয়ার। খেলা শুরুর আগে আরদা কার্দজালি তাদের প্রয়াত প্রাক্তন ফুটবলার পেটকো গানচেভের জন্য এক মিনিট নীরবতা পালন করে। কিন্তু ঘটনাচক্রে পরে তারা জানতে পারে, বহাল তবিয়তে রয়েছেন গানচেভ। পত্রপাঠ ক্ষমাও চেয়ে নেয় ক্লাব কর্তৃপক্ষ।
খেলা শেষের বাঁশি বাজার আগেই আরদা তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ভুল স্বীকার করে নেয়। তারা লেখে, ''আমরা প্রাক্তন আরদা ফুটবলার পেটকো গানচেভ ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমাদের ক্লাব তাঁর মৃত্যু সম্পর্কে ভুল তথ্য পেয়েছে। আমরা গানচেভের সুস্বাস্থ্য কামনা করি। তিনি যেন তাঁর জীবনের সাফল্যকে দীর্ঘদিন উপভোগ করতে পারেন।''
এক মিনিটের নীরবতা পালনের ঘটনা গানচেভের স্ত্রীকে পর্যন্ত বিচলিত করে তোলে। সেই সময় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন প্রাক্তন এই ফুটবলার। গানচেভের কথায়, তাঁর স্ত্রী কখনও কোনও ম্যাচ মিস করেন না। যেহেতু খেলা শুরু হওয়ার ১০ মিনিট আগেও তিনি বাড়ি ফেরেননি, তাই স্বাভাবিকভাবে নার্ভাস হয়ে পড়েছিলেন। গানচেভ বলেন, ''বাড়ি ঢুকে দেখি আমার স্ত্রী খুব কান্নাকাটি করছে। ওই অবস্থাতেই সে আমাকে স্বাগত জানিয়ে বলে, 'পেটকো, পেটকো, ওরা টিভিতে ঘোষণা করেছে যে, তুমি মারা গেছো!' আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না, ঠিক কী ঘটেছে আর সে আসলে কী বলতে চাইছে!''
ঘটনাটি সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটনাগরিকরা একে সর্বকালের ভুলগুলির মধ্যে অন্যতম বলে বসেন। অন্যদিকে, প্রাক্তন খেলোয়াড় নিরাপদে আছেন জেনে হাঁফ ছেড়ে বাঁচেন তাঁরা।