shono
Advertisement
Canada

লাস্যময়ী এই তরুণীর সঙ্গে শুতে চান? ভাড়ায় মিলছে বিছানার অর্ধেক, কত টাকা গুনতে হবে?

'গরম বিছানা' বেচে লাখপতি কানাডার তরুণী।
Published By: Kishore GhoshPosted: 09:37 PM May 03, 2025Updated: 09:37 PM May 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'গরম বিছানা' বেচে লাখপতি কানাডার তরুণী। শুনতে অদ্ভূত লাগলেও এটাই সত্যি। মূল্যবৃদ্ধির বাজারে ক্যানাডায় ঘর ভাড়া পাওয়া কঠিন। এই সুযোগ কাজে লাগান মনিক জেরেমিয়া। ফেসবুক মার্কেটপ্লেসে বিছানার একটা পাশ ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দেন তিনি। প্রাথমিক ভাবে লোকে চোখ কুঁচকে তাকালেও সুন্দরীর সঙ্গে বিছানা শেযার করতে পুরুষ ভাড়াটের লাইন পড়ে যায়। জেরেমিয়ার সঙ্গে শুতে কত টাকা গুনতে হবে?

Advertisement

৩৭টি বসন্ত কাটিয়েও লাস্যময়ী মনিক জেরেমিয়া কোভিডকালে এই ব্যবসা ফাঁদেন। সেই সময় চাকরি হারিয়েছিলেন তিনি। একই সময় পুরুষবন্ধুটির সঙ্গে ব্রেকআপ হয়েছিল। আর্থিক ও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তখনই নিজের কুইন সাইজ বেড ভাড়া দেওয়ার কথা মাথায় আসে মনিকের। যেমন ভাবনা, তেমন কাজ। জন্ম নেয় ‘হট বেডিং’-এর ধারণা। সর্বাঙ্গ থেকে গ্ল্যামার ঝরে পড়া সুন্দরী জেরেমিয়া সফল হন। তাঁর 'গরম বিছানা'র ভাগ পেতে যোগাযোগ করেন বহু গ্রাহক।

প্রতি মাসে ৫৪ হাজার টাকার বিনিময়ে অর্ধেক বিছানা ভাড়া দেওয়ার ব্যবসা শুরু করেছিলেন তরুণী। কোভিডকাল ডিঙিয়ে আজ ‘হট বেডিং’ থেকে মনিকের আয় প্রতি মাসে ৪২ লক্ষ টাকা। তবে বিছানা ভাড়া পেতে কড়া শর্ত মানতে হয় গ্রাহককে। কী সেই শর্ত? দু’জনের সম্মতিতে একে-অন্যকে জড়িয়ে ধরে ঘুমোতে পারেন। তবে কিনা এর বেশি এক পাও এগোনো চলবে না। ভালো কথা, সম্প্রতি ‘হট বেডিং’ ব্যবসায় হালকা বদল এসেছে। এখন মনিকের কুইন সাইজ বেডের দু’দিক দু’জন অপরিচিত একসঙ্গে ভাড়া নিতে পারেন, একটু উষ্ণতার জন্যে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩৭টি বসন্ত কাটিয়েও লাস্যময়ী মনিক জেরেমিয়া কোভিডকালে এই ব্যবসা ফাঁদেন।
  • জন্ম নেয় ‘হট বেডিং’-এর ধারণা।
Advertisement