সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য দিবালোকে আইন ভাঙছেন আইন রক্ষকরা! পুলিশের স্কুটিতেই কিনা নম্বর প্লেট নেই! বিষয়টা চোখে পড়তেই দুই পুলিশকর্মীকে তাড়া করে ধরল জনতা। অপ্রস্তুত অবস্থায় পড়েন দুই ট্রাফিক পুলিশ। তাঁদের মাথায় হেলমেটও ছিল না। এমন ঘটনার ভিডিও করে উপস্থিত সাধারণ মানুষ। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটু স্কুটিতে দুই পুলিশকর্মী। পরনে ট্রাফিক পুলিশের উর্দি। তাঁদের মাথায় হেলমেট নেই। যে স্কুটিতে তাড়া চড়ে বসেছেন, তাতে নম্বর প্লেট অস্পষ্ট। সামনে এভাবে দুই পুলিশকর্মী যেতে দেখে এক যুবক ঠিক ট্রাফিক পুলিশের কায়দায় নিয়ম ভাঙা বাইকের পিছনে ধাওয়া করেন। পিছন দিক থেকে টেনে ধরেন স্কুটিটিকে। বাধ্য হয়ে স্কুটি থামান দুই ট্রাফিক পুলিশকর্মী।
ভিডিওতে শোনা গিয়েছে, এক ব্যক্তি বলছেন, 'নম্বর প্লেট অস্পষ্ট'। উত্তরে এক পুলিশকর্মী বলেন, 'স্কুটি আমাদের নয়, এটাকে আমরা আটক করেছি'। পালটা এক যুবক প্রশ্ন তোলেন, 'আপনারা কীভাবে আটক করা একটি গাড়ি নিয়েই রাস্তায় নামলেন?' এর উত্তর দিতে পারেননি দুই পুলিশকর্মী।
যদিও পরে থানে পুলিশের তরফে এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়, "একটি ভাইরাল ভিডিওতে হেলমেট ছাড়া দুই ব্যক্তিকে স্কুটিতে দেখা গিয়েছে। তাঁরা এক যুবকের সঙ্গে বচসায় জড়ান। এক্ষেত্রে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।" দুই ট্রাফিক পুলিশকর্মীর বাইকে নম্বরপ্লেট যে অস্পষ্ট ছিল, তাও উল্লেখ করা হয়েছে পোস্টে। আমজনতা প্রশ্ন তুলছে, পুলিশ আইন ভাঙলে, সাধারণ মানুষ কী করবে!
