পাহাড়ের বুকে দাঁড়িয়ে এক প্লেট গরম গরম ম্যাগি! এ তো সকল পাহাড় প্রেমীর কাছেই স্বর্গ। পাহাড়ে গিয়েছেন কিন্তু এই অভিজ্ঞতা হয়নি, এমন কারও দেখা পাওয়া বেশ কঠিন। সম্প্রতি এক ক্রিয়েটর ম্যাগির প্লেটে না ডুবে নিজেই বসেছিলেন পসরা সাজিয়ে। তাঁর একদিনের আয়ে চক্ষুচড়কগাছ নেটিজেনদের। কমেন্ট বক্সে অনেকেই চাকরি ছেড়ে ম্যাগির বিক্রির ইচ্ছে প্রকাশ করছেন।
ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন কন্টেট ক্রিয়েটর তথা ইনফ্লুয়েন্সার বাদল ঠাকুর। সম্ভবত ভিডিও আকর্ষণীয় করে তুলতেই পাহাড়ের বুকে ম্যাগি বিক্রি করবেন বলে ঠিক করেন তিনি। সেই মতো কিনে ফেলেন ম্যাগি-সহ অন্যান্য সামগ্রী, জ্বালানি। এরপর বসে পড়েন ম্যাগি বিক্রি করতে। একদিনের উপার্জনে চমকে গিয়েছেন বাদল নিজেই। সোশাল মিডিয়ায় ভিডিওতে ম্যাগি থেকে একদিনের উপার্জনের অঙ্ক জানিয়েছেন যুবক। যা শুনে চমকে উঠেছেন সকলে।
নিশ্চয়ই ভাবছেন কতই বা আয় হয়েছে? জানা গিয়েছে, একদিনে ৩৫০ প্লেট ম্যাগি বিক্রি করে বাদল আয় করেছেন ২১ হাজার টাকা। তার মধ্যে ম্যাগি কিনতে ও বাদ বাকি ব্যবস্থা করতে বাদলের কিছু টাকা খরচ হয়েছে। তাতেও মোটা টাকা লাভ হয়েছে। অর্থাৎ একসপ্তাহের আয় হতে পারে প্রায় দেড় লাখ! বাদল জানিয়েছেন ১৫ টাকায় কেনা ম্যাগি বিক্রি করেছেন ৭০ টাকা ও ১০০ প্রতি প্লেট হিসেবে! ভিডিওতে একথা জানার পরই কমেন্ট বক্সে কেউ ম্যাগি বিক্রিতে ইন্টার্নশিপ করার ইচ্ছে প্রকাশ করেছেন। কেউ আবার বলেছেন চাকরি ছেড়ে পাহাড়ে গিয়ে ম্যাগি বিক্রিকেই পেশ করবেন। তাতে পকেট যেমন ভরবে তেমনই চারপাশের চোখ জোরানো পরিবেশ তৃপ্ত করবে মনকে।
