রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলেন প্রৌঢ়া। আচমকা গাড়ির কাচ নামিয়ে যুবকের প্রশ্ন, 'লাশ কোথায় লুকোব?' কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরব মহিলা। যা শুনেছেন তা কি ঠিক? নিশ্চিত হতে ফের জানতে চান কী বললেন যুবক! জবাবে যুবক বলেন, 'লাশ, লাশ'! না তাতে বিশেষ আতঙ্ক দেখা যায়নি মহিলার চেহারায়। বরং দেখা গেল একরাশ বিরক্তি! সোশাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল এই ভিডিও।
মহিলার সঙ্গে লাশ লুকোনো নিয়ে কথা বলছেন যুবক। ছবি: সোশাল মিডিয়া।
ব্যাপারটা ঠিক কী? বর্তমানে সোশাল মিডিয়ায় নজর রাখলেই দেখা যায় নানারকম প্র্যাঙ্ক ভিডিও। বেশির ভাগ ক্ষেত্রেই পরিবারের সদস্যদের সঙ্গেই প্র্যাঙ্ক করতে দেখা যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে ছড়ি পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, গোলাপি শাড়ি পরা এক প্রৌঢ়া রাস্তা দিয়ে দিকে এগিয়ে যাচ্ছে। আচমকা একটি গাড়ি এসে থামে তাঁর পাশে। গাড়িতে বসে থাকা এক যুবক মহিলাকে প্রশ্ন করেন, 'লাশ কোথায় লুকোব? এমন কোনও জায়গা আছে যেখানে লাশ লুকোনো যায়?' স্বাভাবিকভাবেই হতভম্ব হয়ে যান প্রৌঢ়া। যা তার অভিব্যক্তিতেই স্পষ্ট। এরপর তিনি যুবককে পালটা প্রশ্ন করেন, "কী লুকোবে?"
গাড়িতে থাকা যুবক বলেন, "লাশ, লাশ।" তাঁর কথা শুনে একরাশ বিরক্তি নিয়ে মহিলা বলেন, "আমি কী করে জানব!" এগিয়ে যাওয়ার আগেই বিষয়টা খানিকটা খোলসা করেন যুবক। বলেন, "আরে পশুর লাশ।" এদিকে ব্যাপারটা বেগতিক বুঝে মহিলার পাশে দাঁড়ান এলাকার আরেকজন। বিরক্তিভরা মুখে বলেন, "আমাদের জানা নেই। আমরা কিছু জানি না।" এরপর ঠিক আছে বলে এগিয়ে যান যুবক। ভিডিও দেখে হাসতে হাসতে খুন নেটিজেনরা। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, 'কাকিমাকে ভয় পাইয়ে দিতে তো!', কেউ লিখেছে, 'আর কিছুক্ষণ নাটক করলে কাকিমার লাশই লুকোতে হত!'
