যুগল মাত্রই জানেন বিয়ে হল জীবনের অন্যতম সেরা দিন। তাই তো সেদিনটিকে স্মরণীয় করে রাখতে কত না আয়োজন! উত্তরপ্রদেশের বাসিন্দা তরুণ-তরুণী অবশ্য জাঁকজমকে যাননি। বদলে প্রবল তুষারপাতের মধ্যে কাঁপতে কাঁপতে উত্তরাখণ্ডের এক মন্দিরে গিয়ে বিয়ে সারলেন তারা। ভাইরাল হয়েছে সেই অভিনব 'বিবাহ উৎসবে'র ভিডিও। যা দেখার পরে কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন নেটিজেনরা। (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।)
গত কিছুদিন হল তুষারপাতে বিপর্যস্ত ভারতের হিমালয়ের কোলের রাজ্যগুলি। তার মধ্যে হিমাচল প্রদেশের মতোই রয়েছে উত্তরাখণ্ড। ‘মহেন্দ্রসেমওয়াল১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানেও দেখা গিয়েছে তুষারের ধারাপাত। তার মধ্যেই বিয়ের পোশাকে তরুণ-তরুণী। তরুণী লাল লেহঙ্গার উপর জ্যাকেট চাপিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বরফ বিছানো রাস্তায় হাঁটছেন। সঙ্গী তরুণের পরনে শেরওয়ানি। তাঁর উপর শীতের গরম পোশাক চাপিয়েছেন তিনি। নববধূর লেহঙ্গাটি তুলে ধরে তাঁকে সাহায্য করতে দেখা গিয়েছে এক তরুণীকে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা ওই তরুণ-তরুণী। বসন্ত পঞ্চমী তিথিতে উত্তরাখণ্ডের ত্রিযুগীনারায়ণ মন্দিরে বিয়ে করেন তাঁরা। প্রবল তুষারপাতের মধ্যেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মন্দির থেকে যখন ফিরছিলেন নবদম্পতি, তখনই এক পথচারীর সঙ্গে দেখা হয় তাঁদের। তিনি আশীর্বাদ করেন তরুণতরুণীকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যা দেখে অনেকেই অবাক হয়েছেন। প্রবল তুষারপাতের মধ্যে তথাকথিত জমকহীন এই বিয়ে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরাও। ইতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে কমেন্টবক্স।
