সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে যুবক দলের ভিড়। মঞ্চে নাচছেন স্বল্পবসনা তরুণী। সেই নাচের মাঝেই যুবকদের বাড়ানো হাত স্পর্শ করতে যান তিনি। তাতেই বিপত্তি! যুবকদের দল তাঁকে টেনে নেয় নিজেদের ভিড়ে। তরুণীকে জড়িয়ে ধরে নাচতে থাকেন তাঁরা। নিরাপত্তারক্ষীরা তরুণীকে মঞ্চে তুলে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তা দেখার পরই নর্তকীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে নেট নাগরিকেরা।
ঘটনাটি ঠিক কোথাকার তা জানা যায়নি। অনুমান ভারত বা নেপালের কোনও অংশে এই কাণ্ডটি ঘটেছে। নেপাল বা লাগোয়া এই অঞ্চলে কোনও অনুষ্ঠানে নতর্কী নিয়ে এসে এই নাচের 'প্রথা' লক্ষ্য করা যায়। সেই সমস্ত অনুষ্ঠানে অনেক সময় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে ভাইরাল ভিডিওটি দেখে আতঙ্কিত অনেকে। বেশ কয়েকজন নেটনাগরিক প্রশ্ন তুলেছেন যে কীভাবে এই ধরনের ঘটনা জনসমক্ষে ঘটতে পারে? নতর্কীদের পর্যাপ্ত সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
মহিলা শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন কিছু নয়। গত বছরের ১৬ নভেম্বর নুহ জেলায় বিবাহের অনুষ্ঠানে একজন নৃত্যশিল্পীকে মারধরের ঘটনা ঘটে। পরে শিল্পীদের দল তাঁকে বাঁচায়। সেই ভিডিওটিও নতুন করে ভাইরাল হয়েছে। একজন নেট নাগরিক লেখেন, 'কোনও অনুষ্ঠানে মহিলা নাচছেন মানে, তাঁকে স্পর্শ করার বা মঞ্চ থেকে টেনে নামানোর অধিকার দিয়ে দেওয়া হয়নি। এই ঘটনাগুলি খুবই খারাপ।' আরও একজন লেখেন, 'মেয়েদের নিরাপত্তা কোথায়? আয়োজকদের উচিত নিরাপত্তার বিষয়টি আয়োকজদের দেখা উচিত।'
