shono
Advertisement
Kashmir

ঈগলের ধাক্কায় ভাঙল ট্রেনের কাচ, জখম চালক! চাঞ্চল্য অনন্তনাগে

ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় ওই লাইনে ট্রেন চলাচল।
Published By: Kousik SinhaPosted: 04:31 PM Nov 08, 2025Updated: 04:54 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানে অনেক সময়ে পাখির ধাক্কার ঘটনা শোনা যায়! যার জেরে অনেক ক্ষেত্রে জরুরি অবতরণও করতে হয়। ক্ষতিগ্রস্ত হয় বিমান! কিন্তু তা বলে ট্রেনে পাখির ধাক্কা! যার জেরে জখম খোদ ট্রেন চালক। শুধু তাই নয়, ভেঙে গিয়েছে ট্রেনের সামনের কাচও। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা শোনা যায়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে।

Advertisement

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বারামুলা-বানিহাল রুটে। অনন্তনাগ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে হঠাৎ করেই ধেয়ে আসে একটি বিশাল আকারের ঈগল। রেলের এক আধিকারিক জানিয়েছেন, ঈগলটির গতি এতটাই ছিল যে চালকের সামনের কাচের বেশিরভাগটাই ভেঙে পড়ে। ঘটনায় আহত হন চালক। ঘটনার পরেই ট্রেন দাঁড় করিয়ে দিতে বাধ্য হন হন। আহত অবস্থায় চালককে নিয়ে যাওয়া হয় অনন্তনাগ রেল স্টেশনে। সেখানেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রেলের ওই আধিকারিক জানান, কাচ ছিটকে এসে আহত হন চালক।

রেলের আধিকারিকরা জানাচ্ছেন, একেবারেই এই ঘটনা ব্যতিক্রমী। নর্দান রেল আধিকারিকদের কথায়, কাশ্মীরে এমন ঘটনা একেবারেই অস্বাভাবিক। এত নিচে দিয়ে ঈগলটি কেন উড়ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন রেল আধিকারিকরা। আবহাওয়ার কারণ নাকি অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রেল আধিকারিকরা। এই ঘটনার পরেই রেলের তরফে সুরক্ষা সংক্রান্ত যাবতীয় তদন্ত শুরু করেছে রেল। জানা গিয়েছে, সামনের কাচ ভাঙলেও ইঞ্জিন সবদিক থেকে সুরক্ষিত। যাত্রীরাও সুরক্ষিত রয়েছে। তবে ঘটনায় ওই লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রেনে পাখির ধাক্কায় জখম চালক।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে।
  • ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় ট্রেন চলাচল।
Advertisement