shono
Advertisement

Breaking News

Karnataka

গোপন খবরে অভিযান, উদ্ধার কাঁড়ি কাঁড়ি নোট! যন্ত্র এনে গুনতে গিয়ে 'বোকা' হল পুলিশ

কী লেখা নোটের গায়ে?
Published By: Subhankar PatraPosted: 08:02 PM Apr 09, 2025Updated: 08:36 PM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের কাছে খবর আসে একটি বাড়ির ঘরে কাঁড়ি কাঁড়ি টাকা লুকিয়ে রাখা হয়েছে। গোপন সূত্রে সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালায় পুলিশ। দরজা খুলে ঘরে ঢুকতেই চক্ষু ছানাবড়া কর্তাদের। ঘরে কোণে পড়ে রয়েছে তাড়া তাড়া ৫০০ টাকার নোট। আনা হয় টাকা গোনার মেশিনও। কিন্তু তারপরই 'বোকা' হন তদন্তকারীরা। নোটগুলি নকল। সিনেমার জন্য ব্যবহৃত নোটগুলি গায়ে লেখা রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement

ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। মঙ্গলবার রাতে পুলিশের কাছে খবর আসে একটি বাড়িতে বান্ডিল, বান্ডিল টাকা রয়েছে। সেই বাড়িতে যান তদন্তকারীরা। উদ্ধার হওয়া টাকা উলটে, পালটে দেখতেই পুলিশকর্তারা বুঝতে পারেন নোটগুলি নকল। গায়ে লেখা নেই সিরিয়াল নম্বর, নেই রিজার্ভ গভর্নরের সই। নোটের পিছনে লেখা সিনেমার জন্য ব্যবহৃত।এখানেই প্রশ্ন উঠছে, ওই বাড়িতে এতগুলি নকল নোট রাখা হল কেন? এল কোথা থেকে?

পুলিশ নোটগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গিয়েছে। পাশাপাশি ওই বাড়ির একজনকে আটক করেছে। এক পুলিশ কর্তা বলেন, "উদ্ধার হওয়া নোটগুলিতে কোনও সিরিয়াল নম্বর নেই। নোটের পিছনে লেখা রয়েছে এই নোটগুলি সিনেমার শুটিংয়ের জন্য ব্যবহার করার জন্য। তবে যাই হোক তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশের কাছে খবর আসে একটি বাড়ির ঘরে কাড়ি কাড়ি টাকা লুকিয়ে রাখা হয়েছে।
  • গোপন সূত্রে সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালায় পুলিশ।
  • দরজা খুলে ঘরে ঢুকতেই চক্ষু ছানাবড়া কর্তাদের। ঘরে কোণে পড়ে রয়েছে পাহাড় প্রমাণ টাকা। আনা হয় টাকা গোনার মেশিনও।
Advertisement