shono
Advertisement
Bengaluru

কুকুরের দাম ৫০ কোটি! পোষ্যর বড়াই করতেই বিপাকে যুবক, বাড়িতে হানা দিল ইডি

নেকড়ে ও ককেশিয়ান শেফার্ডের সংকরটিকে নিয়ে হইচইয়ের শেষ নেই।
Published By: Biswadip DeyPosted: 06:58 PM Apr 18, 2025Updated: 06:58 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমিক্সের সুপারহিরো ফ্যান্টম শহরে এলে ছদ্মবেশে ধারণ করতেন। বিমান থেকে রেস্তরাঁ- যেখানেই যান, সঙ্গে থাকত প্রিয় পোষ্য বাঘা। কেউ সেটা নিয়ে আপত্তি করলেই বলতেন, ''এটা কুকুর নয়, নেকড়ে।'' বেঙ্গালুরুর এক যুবক নেকরে-কুকুর পোষার দাবি করেই ক্ষান্ত হননি। রীতিমতো বুক ঠুকে জানিয়েও দিয়েছিলেন প্রায় ৫০ কোটি টাকা খরচ করে কিনেছেন এই দুর্লভ সংকর প্রজাতির কুকুর। আর একথা জানতে পেরেই তাঁর বাড়িতে হানা দিল ইডি।

Advertisement

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম এস সতীশ। সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন কুকুরটির দাম প্রায় ৫০ কোটি টাকা। গত ফেব্রুয়ারিতে তিনি আমেরিকা থেকে এই কুকুরটি আনিয়েছেন। ক্যাডাবম্ব ওকামি প্রজাতির কুকুরটি আসলে নেকড়ে ও ককেশিয়ান শেফার্ডের সংকর। এই দাবিতে শোরগোল পড়ে গিয়েছিল দেশি ও বিদেশি সংবাদমাধ্যমগুলিতে। ছড়িয়ে পড়েছিল সতীশ ও তাঁর কুকুরের বহু ছবি ভিডিও। এরপরই তা কানে যায় ইডিরও। দ্রুত সতীশের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। যদিও ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি চালাতেই দেখা যায় সেখানে ওই কুকুরটির কোনও চিহ্নই নেই!

পরে জিজ্ঞাসাবাদ শুরু হতে সতীশ স্বীকার করে নেন, কুকুরটি মোটেই তাঁর নয়। তিনি কেবলই সেটির সঙ্গে ছবি তুলেছিলেন সোশাল মিডিয়ায় পাত্তা পাওয়ার জন্য। তাছাড়া এর দামও লাখখানেকের বেশি নয়। তবে এই দাবির পরও ইডি তদন্ত চালিয়ে গিয়েছে। সন্দেহ ছিল, বেআইনি লেনদেনে অর্থাৎ হাওলা মারফত টাকা পাঠানো হয়েছিল কিনা। কিন্তু যতই এগিয়েছে তদন্ত, পরিষ্কার হয়েছে ওই বিপুল অর্থের ধারেকাছে উপার্জনই নেই সতীশের। অর্থাৎ 'গুল্প' দিতে গিয়েই এভাবে ফাঁসতে হল তাঁকে! সোশাল মিডিয়ায় খ্যাতি পাওয়ার ইচ্ছেই বাড়িতে ডেকে আনল ইডিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গালুরুর এক যুবক নেকরে-কুকুর পোষার দাবি করেই ক্ষান্ত হননি।
  • রীতিমতো বুক ঠুকে জানিয়েও দিয়েছিলেন প্রায় ৫০ কোটি টাকা খরচ করে কিনেছেন এই দুর্লভ সংকর প্রজাতির কুকুর।
  • আর একথা জানতে পেরেই তাঁর বাড়িতে হানা দিল ইডি।
Advertisement