shono
Advertisement
Diwali

সোনায় মোড়া মিষ্টি! দীপাবলিতে চমক ব্যবসায়ীর, দাম কত?

কোথায় পাওয়া যাবে এই মিষ্টি?
Published By: Subhankar PatraPosted: 08:57 PM Oct 17, 2025Updated: 08:57 PM Oct 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র দু'দিন। তারপরই কালীপুজো, দিওয়ালি। আলোর রোশনাইয়ে ভাসবে গোটা দেশ। রয়েছে ধনতেরসও। এই সময় সোনা কিনবেন বহু মানুষ। ঘরে ঘরে বিতরণ হবে মিষ্টি। এই দু'টি যদি একসঙ্গে পান তাহলে কেমন হবে? সেই ব্যবস্থা করেছে জয়পুরের এক মিষ্টি ব্যবসায়ী। তবে তার জন্য পকেট থেকে খরচ করতে হবে লক্ষ টাকারও বেশি!

Advertisement

হ্যাঁ! ঠিকই পড়েছেন। মিষ্টির সঙ্গে থাকবে সোনা। এককেজি মিষ্টির দাম পড়বে দাম লাখ টাকার উপর। জয়পুরের মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'তহয়ার'। মালিক অঞ্জলি জৈন। এবারের দিওয়ালির মরশুমে অন্যকিছু তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি। তবে তাঁর সিদ্ধান্ত বিলাসবহুলই নয় বরং আপনার পকেটেও টান দিতে পারে। সোনায় মোড়া এক কেজির মিষ্টির দাম তিনি রেখেছেন ১ লক্ষ ১১ হাজার টাকা। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, "আমরা চেয়েছিলাম আমাদের মিষ্টি শুধু মিষ্টি নয়, তার চেয়েও বেশি কিছু হোক।"

তবে সোনায় মোড়া মিষ্টি ছাড়াও রয়েছে ২৪ ক্যারেট কাজু কাতলি দাম প্রতি কিলোগ্রাম ৩৫০০টাকা। ২৪ ক্যারেট পিস্তা লঞ্জের প্রতি কিলোগ্রামে দাম ৭০০০ হাজার টাকা। ২৪ ক্যারেট প্রতি কিলোগ্রাম লাড্ডুর দাম ২৫০০ টাক। তবে শুধু সোনার মিষ্টি নয় তালিকায় রয়েছে চান্দির মিষ্টিও। প্রতিপিসের দাম ১১৫০টাকা। এই বিশেষ মিষ্টির প্রচারে ট্যাগলাইন তাঁরা দিয়েছেন, 'বাজারে সোনা আসার আগেই, তা মুখে গলে যায়।'

অঞ্জলি জৈন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। পরে মিষ্ঠির দোকান খোলেন। কোভিড মহামারীর সময় থেকে এই কাজ শুরু করেছিলেন তিনি। অঞ্জলি জানিয়েছেন, "চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ায় অভিজ্ঞতা ব্যবসায় সাহায্য করছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর মাত্র দু'দিন। তারপরই কালীপুজো, দিওয়ালি। আলোর রোশনাইয়ে ভাসবে গোটা দেশ। রয়েছে ধনতেরসও।
  • সেই ব্যবস্থা করেছে জয়পুরের এক মিষ্টি ব্যবসায়ী। তবে তার জন্য পকেট থেকে খরচ করতে হবে লক্ষ টাকারও বেশি!
  • এই সময় সোনা কিনবেন বহু মানুষ। ঘরে ঘরে বিতরণ করা হবে মিষ্টি। এই দুইটি যদি একসঙ্গে পান তাহলে কেমন হবে?
Advertisement