সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে ঘুম নেই, পেটে খিদে নেই, কাজে মন নেই। প্রেমবিচ্ছেদের যন্ত্রণা বুকে শেল বেঁধার মতোই প্রবল। গুরুতর এই মানসিক যন্ত্রনায় অফিসে মন দিয়ে কাজ করা কঠিন। ফলে বসের কাছে ছুটি চেয়েছিলেন বেসরকারি সংস্থার কর্মী। ছুটির জন্য কোনও মিথ্যা অজুহাত খাড়া না করে সরাসরি জানিয়েছিলেন, 'প্রেমে বিচ্ছেদ হয়েছে, মন ভালো নেই, ছুটি চাই।' কর্মীর এই সততায় মুগ্ধ হলেন বেসরকারি সংস্থার সিইও। ছুটি মঞ্জুর তো বটেই, এমন ঘটনায় অভিভূত হয়ে সোশাল মিডিয়ায় সেই ইমেলের স্ক্রিনশট শেয়ার করলেন তিনি।
'নট ডেটিং' নামে এক সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও জসভির সিং নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ছুটির আবেদনের সেই ইমেলের স্ক্রিনশট। যেখানে লেখা, 'স্যার, সদ্য আমার ব্রেকআপ হয়েছে। এই অবস্থায় আমি কাজে মনোযোগ দিতে পারছি না। অল্প কিছুদিনের ছুটি প্রয়োজন। আজ আমি বাড়ি থেকে কাজ করেছি, আগামী ২৮ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত ছুটির আবেদন জানাচ্ছি।' এহেন স্ক্রিনশট শেয়ার করার পাশাপাশি জসভির লিখেছেন, 'আমার দেখা সবচেয়ে সৎ ছুটির আবেদন। জেন জি কোনও কিছুতে লুকোচুরি করে না। যা ইঙ্গিত দেয় এই তরুণ কর্মীরা তাঁদের আবেগ ও মানসিক সুস্থতার বিষয়ে অত্যন্ত স্পষ্টবাদী।' পাশাপাশি তিনি আরও লিখেছেন, তাঁর অফিসের এক কর্মীর কাছ থেকে এই ইমেল তিনি পেয়েছেন।
এহেন পোস্ট সামনে আসার পর তা সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়। ওই কর্মীর সততার প্রশংসা করে এক যুবক লিখেছেন, কর্মক্ষেত্রে স্বচ্ছতার এ এক অনন্য নজির। একজন ব্যবহারকারী ওই কর্তাকে প্রশ্ন করেন, তিনি কি কর্মীর এই আবেদন গ্রহণ করেছেন? সিইও উত্তরে জানান, 'অবশ্যই সঙ্গে সঙ্গে ছুটি মঞ্জুর করা হয়েছে।'
কেউ আবার লিখেছেন, 'ছুটি নিয়েছেন ঠিক আছে। কিন্তু কীসের জন্য ছুটি তা বিশদে ব্যাখ্যা না করাই ভালো।' এক নেটিজেন আবার এই দীর্ঘ ছুটির জন্য রসিকতা করে লিখেছেন, 'বহু মানুষ রয়েছেন যারা নিজের বিয়ের জন্যও এত ছুটি নেন না।' উত্তরে সিইও জসভির সিং জানান, 'আমার কিন্তু মনে হয়, বিয়ের চেয়ে বিচ্ছেদেই বেশি ছুটির প্রয়োজন।'
